Advertisement
Advertisement

Breaking News

একা হাতেই পোস্ট অফিস সামলাচ্ছেন এই ‘লেডি রানার’

গোটা পোস্ট অফিসটি তিনি এখন সামলান একা হাতেই৷

living-in-digital-age-here-is-a-woman-who-runs-a-post-office
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 5:20 pm
  • Updated:May 29, 2016 8:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানার ছোটার রুমঝুম ঘণ্টা বাজার রাত আজ প্রায় অতীত৷ ডিজিটাল যুগে হাতে লেখা চিঠিই তো লুপ্তপ্রায়৷ পোস্ট অফিস এখনও আছে বটে, তবে মেলের দুনিয়ায় তা টিকে আছে নেহাতই টিমটিম করে৷ ফলত রানারের দেখা পাওয়াই যেখানে ভার, সেখানে মহিলা রানারের দেখা পাওয়া তো প্রায় দুর্লভ৷ আলিপুরদুয়ারের বক্সা পোস্ট অফিসের ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম৷ এ পোস্ট অফিসে রানারের কাজ করে চলেছেন এক মহিলাই৷ তিনি সৃজনা থাপা৷

‘থ্রি-জি’ থেকে ‘ফোর-জি’র দিকে যখন যুগ এগোচ্ছে তখন কালচিনি ব্লকের ছবিটা যেন ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেবে৷ সেখানে এখনও গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছয়নি৷ ফলে দুরন্ত টেলি কমিউনিকেশনের যুগে এখনও চিঠিই ভরসা৷ আশেপাশের ১১টি গ্রামের লোক অন্তত এই বক্সা পোস্ট অফিসের মহিলা রানারের পথ চেয়েই বসে থাকেন৷ পায়ে হেঁটে কখন তিনি বাড়ি বাড়ি চিঠি বিলি করতে আসবেন সে জন্যই থাকে প্রতীক্ষা৷

Advertisement

কেন সৃজনা থাপা এরকম এক কষ্টকর কাজ বেছে নিলেন? সৃজনার বাবাও ছিলেন পোস্ট অফিসের কর্মচারী৷ বাবার পথেই কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি৷ কালিম্পং কলেজ থেকে স্নাতক হওয়ার পর তাই তিনি বক্সা পোস্ট অফিসেই পোস্ট মাস্টারের চাকরি নেন৷ তখনও পোস্ট অফিসে একজন রানার ছিলেন৷ সৃজনার কাজকর্ম তাই ছিল ঘরের মধ্যেই৷ কিন্তু রানারের অবসরের পর দীর্ঘদিন পদটি খালি পড়েছিল৷ ২০১২ সালে ওই পোস্ট অফিসেই রানারের পদেও যোগ দেন সৃজনা৷ তারপর থেকেই শুরু তাঁর নতুন জীবন৷ পায়ে হেঁটেই গ্রামে গ্রামে এখন চিঠি বিলি করেন সৃজনা৷ গোটা পোস্ট অফিসটি তিনি এখন সামলান একা হাতেই৷

Advertisement

আশেপাশের এগারোটি গ্রামের মানুষ তাঁদের এই লেডি রানারের কাজে খুব খুশি৷ বাড়ি থেকে অফিস পৌঁছতেই সৃজনার সময় লেগে যায় প্রায় ঘণ্টাখানেক৷ তারপর চিঠিপত্র গুছিয়ে নিয়ে শুরু হয় বিলি করার পালা৷ পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে পৌঁছতে অনেকটাই সময় লেগে যায়৷ কাজ চলে সেই সন্ধে নামার আগে পর্যন্ত৷ খাটাখাটনির সীমা নেই৷ তবু এই কাজ ছাড়তে চান না তিনি৷ চিঠি বিলি শেষে প্রাপকের মুখের তৃপ্তির হাসিটিই তাঁর পরিশ্রমের পুরস্কার বলে জানান এই তরুণী ‘লেডি রানার’ ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ