Advertisement
Advertisement
Lok Sabha 2024

অজয় এডওয়ার্ড নাকি বিনয় তামাং? টানাপোড়েনের মধ্যেই দার্জিলিংয়ে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

মাস কয়েক আগেই জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছেন অধীর চৌধুরী। শোনা যায়, তাঁকে দলের তরফে লোকসভার টিকিট দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন অধীর।

Lok Sabha 2024: Munish Tamang to be Congress Candidate from Darjeeling
Published by: Subhajit Mandal
  • Posted:April 2, 2024 3:40 pm
  • Updated:April 2, 2024 6:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা, টানাপোড়েনের অবসান। দার্জিলিং লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসাবে হাত চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুনিশ তামাং। দিন কয়েক আগে অজয় এডওয়ার্ডের সঙ্গে দিল্লিতে এআইসিসি দপ্তরে গিয়ে কংগ্রেসে যোগ দেন মুনিশ। পাহাড়ের বেশ কয়েকটি গোর্খা সংগঠনের সংযুক্ত মঞ্চ ভারতীয় গোর্খা পরিসঙ্গের শীর্ষনেতা মুনিশ। দিল্লিতে অধ্যাপনা করেন। দার্জিলিংয়ের ভূমিপুত্রকে প্রার্থী করে চমক দিল হাত শিবির। একই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, পাহাড়ে বাম-কংগ্রেস জোটের তরফে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেসই। 

Lok Sabha 2024: Munish Tamang to be Congress Candidate from Darjeeling
মুনিশ তামাং। ছবি: সোশাল মিডিয়া।

মাস কয়েক আগেই জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং (Binoy Tamang) কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছেন অধীর চৌধুরী। শোনা যায়, তাঁকে দলের তরফে লোকসভার টিকিট দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন অধীর। গত কয়েক মাস ধরেই পাহাড়ে জল্পনা ছিল, বিনয় তামাং কংগ্রেসের প্রার্থী হতে পারেন। তাঁকে সমর্থন করতে পারে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি-সহ পাহাড়ের অন্যান্য সংগঠন।

Advertisement

[আরও পড়ুন: ‘সহ্যের সীমা ছাড়িয়েছেন’, নিঃশর্ত ক্ষমা চেয়েও সুপ্রিম ভর্ৎসনার মুখে রামদেব]

কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি বদলে যায়। বিনয়কে সমর্থনের রাস্তা থেকে সরে এসে অজয় নিজের অনুগামী মুনিশকে প্রার্থী করার চেষ্টা শুরু করেন। গত সপ্তাহে অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি ইন্ডিয়া (INDIA) জোটে যোগ দেন। একই সঙ্গে সরাসরি কংগ্রেসে যোগ দেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ। সূত্রের দাবি, মুনিশকে প্রার্থী করা হবে এই শর্তেই ইন্ডিয়া জোটে যোগ দিয়েছেন অজয় (Ajay Edwards)। শেষে অজয়ের দাবিতেই সিলমোহর দিল কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। 

Advertisement

[আরও পড়ুন: কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির তৎপরতায় কংগ্রেসের ‘হাত’! বিস্ফোরক বিজয়ন]

মুনিশ তামাং প্রার্থী হওয়ায় বিনয় তামাংয়ের (Binoy Tamang) পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠে গেল। বিনয় আগেই ঘোষণা করেছিলেন, অজয় এডওয়ার্ড বা মুনিশ তামাংকে প্রার্থী করা হলে তিনি সমর্থন করবেন না। এআইসিসি সরকারিভাবে প্রার্থী ঘোষণার পরও সেই একই অবস্থানে অনড় রইলেন তিনি। বিনয় জানিয়ে দিয়েছেন, তিনি কংগ্রেসের সমর্থনে প্রচার করবেন না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ