Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

রাস্তার অভাবে প্রচারই ছিল না, উলুবেড়িয়ার একাধিক গ্রামে টোটো নিয়ে জনসংযোগ বিজেপি প্রার্থীর

বুধবার উলুবেড়িয়ার বারগ্রাম এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী।

Lok Sabha Election 2024: BJP candidate from Uluberia campaigning on Toto

সরু রাস্তায় টোটো নিয়ে প্রচারে প্রচারে বিজেপি প্রার্থী।নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 4, 2024 8:42 pm
  • Updated:April 4, 2024 8:42 pm

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: মূল রাস্তার কিছুটা যাওয়ার পরে সরু ঢালাই রাস্তা। নেমে গিয়েছে দুই দিকে। সেই রাস্তা ধরে এগোলে পৌঁছনো যায় বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগপাড়া, মণ্ডলপাড়া, মল্লিক পাড়া, পালংদার পাড়া-সহ একাধিক এলাকায়। সেই রাস্তায় টোটোয় চেপে গ্রামে প্রচার করলেন উলুবেড়িয়ার (Uluberia)  বিজেপি (BJP) প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী।

তবে এতে নতুন কী? প্রার্থীরা বিভিন্ন এলাকায় প্রচারে যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু স্থানীয়দের দাবি, এই এলাকায় আগে রাস্তা ভালো না থাকায় প্রচারে আসতেন না প্রার্থীরা। রাস্তা ঠিক হওয়ার পর যাচ্ছেন নেতারা। বিজেপি প্রার্থী এলাকাগুলোতে প্রচারে যাওয়ার পর তৃণমূলের (TMC) দাবি, ওঁরা আগে এই এলাকায় প্রচারে আসত না। সম্প্রতি রাজ্য় সরকারের তরফে পাড়ায়,পাড়ায় ঢালাই রাস্তা হয়েছে। এর পরেই টোটোয় চেপে গ্রামে ঢুকে প্রচার করছে বিজেপি। তাও আবার বলছেন দিদি নাকি কিছু করেননি।

Advertisement

[আরও পড়ুন: ভোট প্রচারে পুজো দিলীপের, চলে যেতেই জল ঢেলে মন্দির ‘শুদ্ধিকরণ’ খোদ কর্তৃপক্ষের]

বুধবার অরুণ উদয় পালচৌধুরী বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ওই এলাকায় প্রচারে যান। ‌বিজেপির প্রচারের সময় অনেকেই দাঁড়িয়েছিলেন বাড়ির সামনেই। স্থানীয়দের বক্তব্য, আগে এখানে রাস্তা ঠিকঠাক ছিল না। মমতা সরকারের উদ্যোগে ঢালাই রাস্তা হয়েছে।

Advertisement

এই এলাকার বিজেপির মণ্ডল সভানেত্রী ইরা পালংদার নতুন রাস্তা তৈরির পরে প্রার্থীর প্রচারের কথা স্বীকার করে যুক্তি দিয়েছেন, উন্নয়ন কেন্দ্র সরকারের টাকাতেই হয়েছে। সুতরাং এটা কোনও ব্যাপার নয়।

[আরও পড়ুন: ফের মেডিক্যাল কলেজের MCH বিল্ডিংয়ে আগুন, বার বার একই জায়গায় অগ্নিকাণ্ডে উঠছে প্রশ্ন]

বার গ্রাম এলাকার হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা ও এলাকার তৃণমূল নেতা চিন্ময় পালংদার বলেন, “গ্রামে ঢালাই রাস্তা তৈরির মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যুগান্তকারী সিদ্ধান্ত। রাস্তা তৈরি গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে। কেন্দ্র সরকার অনেক টাকা আটকে দিয়েছে। ১০০ দিনের টাকা আটকে দিয়েছে। উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। তবে মানুষের কথা ভেবে সরকার নিজের টাকা খরচ করে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা করছে। বিজেপি প্রার্থী এগুলো দেখুক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ