নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: শুক্রবার দেশের ১৮ তম লোকসভার (Lok Sabha Election 2024) প্রথম দফার ভোট। গণতন্ত্রের উৎসবে সেজে উঠছে দেশের ১০.৫ লক্ষটি বুথ। দেশের ১০২টি আসনের মধ্যে রাজ্যের তিনটি লোকসভা আসনে ভোট হবে। ইতিমধ্যেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন বুথে পৌঁছিয়ে গিয়েছেন ভোট কর্মীরা। তার মধ্যে বেশ কিছু বুথ দুর্গম এলাকায়। কোথাও কুলি ভাড়া করে, পাহাড়ি পথ ঘুরে উপরে উঠছেন, আবার কোথাও নৌকা করে, ঘোড়ার গাড়ি করে নিজেদের বুথে যাচ্ছেন ভোটের দায়িত্ব থাকা কর্মীরা।
আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় দুর্গম বুথের মধ্যে রয়েছে তিনটি বুথ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮০০ ফুট উচুতে বক্সা পাহাড়ের ১১ গ্রামের জন্য তৈরি করা হয়েছে বুথগুলো। আদমা, চুনাভাটি ও বক্সা এলাকায় রয়েছে বুথগুলো। বক্সা এলাকার সাতটি গ্রামের ভোটারদের জন্য বক্সা দুয়ার বিএফপি স্কুলে বুথ করা হয়েছে। এখানে ভোট দেবেন সদর বাজার, ডারাগাওঁ, লেপচাখা, তাসিগাওঁ, লালবাংলো, খাট্টা লাইন ও ওচলুং গ্রামের মোট ৭৮০ জন ভোটার। আদমা, লামনা ও সেওগাঁও পাহাড়ি তিন গ্রামের জন্য বুথ হচ্ছে আদমা ফরেস্ট বস্তি প্রাইমারি স্কুলে। এই বুথে মোট ভোটার ৪৬১ জন। এছাড়া চুনাভাটি গ্রামের ২৫৮ জন ভোটারের জন্য চুনাভাটি ফিনিশ মিশন প্রাইমারি স্কুলে বুথ করা হয়েছে।
বক্সা (Buxa) পাহাড়ের জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে যাওয়া ছাড়া ওই তিন বুথে পৌঁছানোর আর কোনও উপায় নেই। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে ওই তিন বুথে পৌঁছিয়েছেন ভোট কর্মীরা। সেখানে ভোটের সামগ্রী নিয়ে যাওয়ার জন্য পাহাড়িয়া কুলি নিয়েছে নির্বাচন কমিশন। এই তিন বুথে স্যাটেলাইট ফোনে যোগাযোগের ব্য়বস্থা করেছে কমিশন। ইভিএম মেশিনের জন্য উত্তরাখণ্ড থেকে বিশেষ ওয়াটার প্রুফ ব্যাগও নিয়ে আসা হয়েছে।
পাশাপাশি, কোচবিহার (Cooch Behar) জেলার জারি ধরল এলাকায় একটি বুথে পৌঁছনোর জন্য প্রথমে নৌকা, তার পর ঘোড়ার গাড়ি করে বুথে পৌঁছলেন ভোট কর্মীরা। ছোট্ট দ্বীপের মতো জায়গা। এই বুথে পৌঁছানোর জন্য সিঙ্গিমারি নদী পার হয়ে অনেকটা পথ ঘোড়ার গাড়ি করে যেতে হয়। ২৭ নম্বর বুথের সেক্টর অফিসার অরবিন্দ সরকার জানান, “এটা একটা নতুন অভিজ্ঞতা। গাড়ির বদলে প্রথমে নৌকা পরে ঘোড়ার গাড়ি করে বুথে পৌঁছতে হচ্ছে।” এই বুথে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। অন্যদিকে,কোচবিহার জেলার মহারানী ইন্দিরাদেবী স্কুলের ১৮১ ও ১৮২ নম্বর বুথ মডেল বুথ হিসাবে তৈরি করেছে কমিশন। এই বুথ মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত হবে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.