Advertisement
Advertisement
Lok Sabha Elections

কংগ্রেস দাবিদার, জোট জটিলতার মাঝেও মথুরাপুরে প্রার্থী দিল সিপিএম

কংগ্রেসের একাংশ ক্ষুব্ধ বিভিন্ন কেন্দ্রে সিপিএমের এভাবে একতরফা প্রার্থী ঘোষণা করে দেওয়ায়। 

Lok Sabha Elections: CPM nominates candidate in Mathurapur despite congress demand

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 7, 2024 5:39 pm
  • Updated:April 7, 2024 5:39 pm

স্টাফ রিপোর্টার: ফের জোটে জট। কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়ে শরিকদের তিরে আগে থেকেই বিদ্ধ সিপিএম। এবার কংগ্রেসে সঙ্গে আসন সমঝোতা নিয়ে আবার অশান্তির মেঘ। যে মথুরাপুর আসনে প্রার্থী দেওয়ার দাবিদার ছিল কংগ্রেস। সেই আসনে সিপিএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল শনিবার। মথুরাপুরে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হয়েছেন ডা. শরৎচন্দ্র হালদার। মথুরাপুর আসনে রাজ‌্য কংগ্রেস লড়বে এ সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে। দিল্লিতে নির্বাচনী কমিটি থেকে তাতে সিলমোহরও পড়ে গিয়েছে। এআইসিসি-র তরফে খুব শীঘ্রই মথুরাপুর আসনে প্রার্থীর নামও ঘোষণা করার কথা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার কংগ্রেস নেতাদের এতদিন দাবি ছিল, তাদের জেলাকে বঞ্চিত রাখা হয়। তাই এবার মথুরাপুরে প্রার্থী দেবে বলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এদিন সেই আসনে সিপিএম হঠাৎ করে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় জোটে ফের ঘোঁট তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। জয়নগর আসনটির দাবিদার ফ্রন্ট শরিক আরএসপি। ফলে সেটাও কংগ্রেসকে দেওয়া যাবে না। ইতিমধ্যে আলিপুরদুয়ার ও বালুরঘাটে আরএসপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জোটের স্বার্থে ভাগের তিনটি আসনের দাবি ছেড়ে দুটি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে সিপিআইকে। এখন আরএসপিকেও যদি বালুরঘাট ও আলিপুরদুয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে বলা হয় সিপিএমের তরফে তাহলে ফের শরিকি গণ্ডগোল বাধতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ঝড়ের দাপটে সেতু থেকে গাড়ি উলটে পড়ল দামোদরে, বাজ পড়ে মেমারিতে মৃত ১]

কারণ, মথুরাপুর সিপিএম নিয়ে জয়নগর আসনটি তারা কংগ্রেসকে ছাড়তে পারে। তবে সেক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াবে আরএসপি তা বলার অপেক্ষা রাখে না। অথবা, কোচবিহারে বাম প্রার্থী থাকা সত্ত্বেও সেখানে লড়ছে কংগ্রেস। মথুরাপুরেও বাম প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে কংগ্রেস যদি প্রার্থী ঘোষণা করে তাহলে কোচবিহারের মতো এই আসনেও জোট হবে না। একাই লড়বে কংগ্রেস। এদিকে, পুরুলিয়া আসনে কংগ্রেসকে সিপিএম সমর্থন করার কথা বলায় ওই কেন্দ্রে আলাদা লড়ার কথা জানিয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। শুক্রবার আলিমুদ্দিনে বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসুর একথা ঘোষণার পরই চরম ক্ষোভে ফেটে পড়েন ফরওয়ার্ড ব্লকের রাজ‌্য সম্পাদক নরেন চট্টোপাধ‌্যায়।

Advertisement

পরে বিমান বসুকে ফোন করেও দলের তরফে তীব্র প্রতিবাদও জানিয়েছেন নরেনবাবু। সোমবার পুরুলিয়া আসনে আলাদা করে নিজেদের দলের প্রার্থী ধীরেন মাহাতোর নাম ঘোষণা করবে ফরওয়ার্ড ব্লক। ফলে একাধিক আসনে কংগ্রেসের সঙ্গে জোট জট থেকে যাচ্ছে আবার কংগ্রেসের হাত ধরতে গিয়ে বামফ্রন্টেও ফাটল সামনে এসেছে। ফলে জোড়া ফলায় বিদ্ধ হচ্ছে সিপিএম। কারণ, কংগ্রেসের একাংশ ক্ষুব্ধ বিভিন্ন কেন্দ্রে সিপিএমের এভাবে একতরফা প্রার্থী ঘোষণা করে দেওয়ায়। 

[আরও পড়ুন: ধর্মতলার বহুতল মলে বজ্রপাত! ভাঙল পিলার, অল্পের জন্য রক্ষা পথচারীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ