Advertisement
Advertisement
Bomb

সিউড়ির বিস্ফোরণস্থল বাঁশজোড়ে ফের মিলল বোমা, মুর্শিদাবাদের বাগানে মজুত ৩ ব্যাগ বিস্ফোরক

কী উদ্দেশে পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল, তদন্তে পুলিশ।

Lots of Bomb Found in Birbhum and Murshidabad | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 31, 2023 2:26 pm
  • Updated:May 31, 2023 4:51 pm

নন্দন দত্ত ও অতুলচন্দ্র নাগ: ফের দুই জেলা থেকে উদ্ধার প্রচুর বোমা। বীরভূমের সেই বাঁশজোড় এলাকার কলাগাছের ঝোঁপ থেকে ২০টি বোমা উদ্ধার হয়েছে। আবার মুর্শিদাবাদের রানিনগরের বাগানে মিলেছে তিন ব্যাগ ভরতি বোমা। কে বা কারা, কী উদ্দেশে পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল, তার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

কিছুদিন আগে বিস্ফোরণে কেঁপে উঠেছিল বীরভূম জেলার সিউড়ির বাঁশজোড় এলাকা। উড়ে গিয়েছিল তৃণমূলের নেতার বাড়ির একাংশ। সেই বিকট শব্দে কেঁপে উঠেছিলেন বীরভূম সফরে আসা ফিরহাদ হাকিমও। জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবেন। এর এক সপ্তাহের মধ্যে বুধবার ফের বোমা উদ্ধার হল সেই গ্রামে। চড়কা পাড়ায় একটি কলা গাছের ঝোপে ২০টি হাত বোমা রাখা ছিল। সেগুলি উদ্ধার করে নিস্ক্রিয় করে আইআইডির বোম স্কোয়াড। বোমা মজুতের কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: কুণালের আবেদনে সাড়া, শুভেন্দুর বিরুদ্ধে সারদাকর্তার লেখা চিঠিতে CBI তদন্তের নির্দেশ আদালতের]

 

Advertisement

শুধু বীরভূম নয়, পঞ্চায়েত নির্বাচনের আগে তিন ব্যাগ ভরতি সকেট বোমা উদ্ধার হল রানিনগরে। গোপন সূত্রের খবর পেয়ে রানিনগর থানার ইলসামারি এলাকায় একটি বাগানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে তিনটি নাইলনের ব্যাগ ভরতি সকেট বোমা উদ্ধার হয়। এই ঘটনাই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা বসিয়েছে পুলিশ। ইতিমধ্যে বম্ব স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা কী কারনে এতগুলি বোমা বাগানের মধ্যে মজুত করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।

[আরও পড়ুন: ৩ বছর নয়, স্নাতক ডিগ্রি মিলবে ৪ বছরে, জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ