Advertisement
Advertisement
মদন

‘শের মারতে শের পাঠিয়েছে’, ভাটপাড়ায় প্রার্থী হয়েই বিরোধীকে হুঙ্কার মদনের

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার৷

Madan Mitra is confident about his win in bypoll election
Published by: Sulaya Singha
  • Posted:April 26, 2019 9:04 pm
  • Updated:April 26, 2019 9:04 pm

শুভময় মণ্ডল: নির্বাচনী ময়দানে নেমেই স্বমহিমায় ধরা দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র৷ সেই চেনা মেজাজেই বিরোধীদের আক্রমণ করলেন তিনি৷ আর মহাভারতের প্রসঙ্গ টেনে কৃ্ষ্ণের আসনে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে একটা দীর্ঘ সময়ে কারাগারে বন্দি থাকার পর সেখান থেকে বেরিয়ে আর প্রত্যক্ষ রাজনীতিতে সেভাবে যুক্ত ছিলেন না মদন মিত্র৷ শুধুমাত্র দলের এক কর্মী হিসেবেই দেখা মিলেছে তাঁর৷ দলের দু-একটি অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও, শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়েছিল৷ কিন্তু মদন মিত্রের জনপ্রিয়তা এবং সংগঠনের কাজে দক্ষতার বিচারে ফের তাঁকে ভোট ময়দানে নামালেন তৃণমূল সুপ্রিমো৷ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়বেন কামারহাটির প্রাক্তন বিধায়ক৷ শোনা যাচ্ছে, সেখানে মদনের মোকাবিলায় গেরুয়া শিবির দাঁড় করাচ্ছে অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে৷ ভাটপাড়া থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন আহমেদ হুসেন৷ তবে কে বিরোধী তা নিয়ে চিন্তার ভাঁজ নেই প্রাক্তন মন্ত্রীর কপালে৷ নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি৷

Advertisement

ভগবত গীতা হাতে মদন মিত্র বললেন, “অনেকে বলছে শের মারতে শের পাঠিয়েছে৷ একেবারেই তেমনটা নয়৷ সবচেয়ে বড় শের তো ছিল কংস৷ তাকে হত্যা করেছিল কৃষ্ণ৷ কৃষ্ণ কি শের? তা তো নয়? উনি ভালবাসার প্রতীক৷” তাই ভাটপাড়ায় অর্জুন সিংকে একটা বড় ফ্যাক্টর হিসেবে মানতে নারাজ মদন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবেই জিতবেন বলে জানিয়ে দিলেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: মহুয়াকে কুরুচিকর মন্তব্য, বিজেপি নেতার ভোটপ্রচারে নিষেধাজ্ঞা কমিশনের]

এদিন সংবাদ প্রতিদিন-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর কথায় ঘুরে ফিরে এল রামায়ণ-মহাভারত৷ লোকসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দুর্যোধন ও দুঃশাসন আখ্যা দিতেও ছাড়লেন না তৃণমূলের এই হেভিওয়েট নেতা৷ আর স্পষ্ট জানিয়ে দিলেন, মহাভারতের মতোই এ মহাযজ্ঞের পরিচালকও কৃষ্ণই৷ আর এখানে কৃষ্ণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহাকাব্যের ছন্দেই মোদিকে খোঁচা দিয়ে মদন মিত্র বলেন, “মোদি, তোমারে মারিবে যে, বাংলায় বাড়িছে সে৷” ধর্মের পাঠ পড়িয়ে যে ভোট ব্যাংক ভারী করা যাবে না, সে কথাও উল্লেখ করেন তিনি৷ বলেন, “রাম আমাদের৷ ওদেরটা হারাম৷ তাই রামের নামে ভোট চেয়ে লাভ হবে না৷” ২৩ মে বিরোধীদের বাংলা থেকে লেজ গুটোতে হবে৷ প্রার্থী হওয়ার পরই হুঙ্কার মদন মিত্রের৷

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার:

[আরও পড়ুন: ভোটযুদ্ধে এগোলেন আরও একধাপ, মনোনয়ন জমা মিমির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ