Advertisement
Advertisement

Breaking News

মনোজ টিগ্গা

আক্রান্ত বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

নিজের কেন্দ্রেই আক্রান্ত মাদারিহাটের বিধায়ক।

Madarihat BJP MLA Manoj Tigga attacked in home tow
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 27, 2019 4:43 pm
  • Updated:October 27, 2019 4:43 pm

রাজ কুমার, আলিপুরদুয়ার: নিজের বিধানসভা কেন্দ্রেই এবার আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। অভিযোগ, দীর্ঘক্ষণ তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বিধায়ককে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে একাধিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মাদারিহাট বিধানসভার ইসলামাবাদ গ্রামে যাচ্ছিলেন বিধায়ক মনোজ টিগ্গা। গ্রামে প্রবেশের মুখে মনোজ টিগ্গার গাড়ি আটকে ফেলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অভিযোগ, বিধায়কের গাড়িতে কালো পতাকা আটকে দেন অভিযুক্তরা। এরপরই মনোজ টিগ্গাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলেন তারা। তাতে কাজ না হওয়ায় বিধায়কের গাড়িতে ঢিল ছোঁড়ে অভিযুক্তরা। প্রতিবাদ করায় বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্তরা। এরপরই মনোজ টিগ্গাকে আক্রমণ করে বিক্ষোভকারীরা। প্রায় দেড় ঘণ্টা পর গোটা ঘটনার খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিধায়ককে উদ্ধার করে। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক।

Advertisement

MADARIHAT-2

Advertisement

বিধায়ক জানান, “ওই গ্রামের এক পঞ্চায়েতে আর্থিক দুর্নীতির ছবি প্রকাশ্যে এসেছে। সেই বিষয়ে কথা বলতেই পঞ্চায়েতে যাচ্ছিলাম। সেখানেই তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তা আটকায়। আমাকে মারধর করে।” পুলিশের তৎপরতায় কোনওক্রমে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি। যদিও তাঁর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তৃণমূল নেতা মোহন শর্মা। তাঁর অভিযোগ, মনোজবাবু কোনও সময় তাঁর এলাকায় যান না। তাই এদিন তিনি গ্রামে পৌঁছতেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি তাঁর। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে দলের কাজে কালিম্পং যাওয়ার পথে বাধা পান বিজেপি সাংসদ রাজু বিস্তা। কালো পতাকা দেখানোর পাশাপাশি সাংসদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে ফের একই পরিস্থিতির সম্মুখীন বিজেপি বিধায়ক।  

[আরও পড়ুন:কালীপুজোয় চাঁদার জুলুম, টানা ৩ ঘণ্টা হাসপাতালেই আটকে চিকিৎসকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ