Advertisement
Advertisement

Breaking News

Maheshtala

পরীক্ষা চলাকালীন ছাত্রীর উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান! হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী

ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

Madhyamik examinee injured after ceiling fan broke in Maheshtala

এই স্কুলেই ভেঙে পড়েছে সিলিং ফ্যান। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 19, 2025 6:31 pm
  • Updated:February 19, 2025 6:32 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভয়াবহ ঘটনা। পরীক্ষার হলে সিলিং ফ্যান ভেঙে পড়ল পরীক্ষার্থীর উপর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে। জখম ওই ছাত্রী হাসপাতালে ভর্তি। ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অন্যান্য পরীক্ষার্থীদের নিয়েও অভিভাবকদের ভয় দেখা দিয়েছে।

মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ওই স্কুলে বাটানগরের বাংলা জাতীয় শিক্ষা মন্দির বিদ্যালয়ের সিট পড়েছে। বুধবার নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। কিছু সময় পরেই স্কুলের একটু কক্ষ থেকে জোর হইচই শুরু হয়। শিক্ষক-শিক্ষিকারাও সেই ঘরের দিকে ছুটে যান। জানা যায়, এক পরীক্ষার্থীর উপর সিলিং ফ্যান ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর জখম হয়েছে এক ছাত্রী।  

Advertisement

ওই ছাত্রীর বাড়ি বাটা হায়েতপুর এলাকায়। তাকে উদ্ধার করে প্রথমে মহেশতলা পুরসভার মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার এম আর বাঙুর হাসপাতালে। সেখানেই সে চিকিৎসাধীন বলে খবর। এই ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। অভিভাবকদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের মধ্যে পড়ুয়াদের নিরাপত্তা নেই কেন? সেই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে দাবি তুলেছেন অভিভাবকরা। তবে পরীক্ষা বন্ধ হয়নি। নির্দিষ্ট সময়েই পরীক্ষা শেষ হয়েছে বলে খবর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement