Advertisement
Advertisement
Alipurduar

প্রতিবেশীর হামলায় দেওয়া হল না অঙ্ক পরীক্ষা! মাথায় আঘাতে যমে-মানুষে টানাটানি মাধ্যমিক পরীক্ষার্থীর

আঘাতে তার ব্রেনের একটা অংশ সরে গিয়েছে।

madhymik examinee injured in attack by neighbor in Alipurduar

হাসপাতালে ভর্তি ওই পরীক্ষার্থী। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 15, 2025 2:38 pm
  • Updated:February 15, 2025 2:39 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: প্রতিবেশীদের হামলায় গুরুতর জখম এক মাধ্যমিক পরীক্ষার্থী। মাথায় গুরুতর আঘাত লেগে সে হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা দেওয়া তো দূরের কথা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের চালনিরপাক এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ২ ব্লকের চালনিরপাক এলাকায় দুই প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। শুক্রবার সন্ধ্যার পর সেই বিবাদ আবারও শুরু হয়। দুই পরিবারের সদস্যরাই মারমুখী হয়ে ওঠেন। সেই হামলার মধ্যেই পড়ে যায় সুকান্ত দেবনাথ নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। তার উপরেও চড়াও হন প্রতিবেশীরা। যথেচ্ছ মারধর করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলিপুরদুয়ার থানার পুলিশ। দুই পরিবারের সদস্যদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জখম ওই ছাত্রকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করে। পরীক্ষার পর দেখা যায় তার মাথায় গভীর আঘাত লেগেছে। শারীরিক অবস্থা যথেষ্ঠ আশঙ্কাজনক। হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল জানিয়েছেন, ওই ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বাঁচার সম্ভাবনাও সরু সুতোর উপর ঝুলে রয়েছে। আঘাতে তার ব্রেনের একটা অংশ সরে গিয়েছে। কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তরিত করার ক্ষেত্রেও একাধিক জটিতলা আছে।

পদ্মেশ্বরী হাইস্কুলের ছাত্র সুকান্তর আজ শনিবার অঙ্ক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন তাঁকে নিয়ে যমে-মানুষে টানাটানি চলছে। হামলার ঘটনার জেরে ওই পরীক্ষার্থীর বাবা-মাকেও আটক করা হয়েছে বলে খবর। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রের এই পরিনতিতে অন্যান্য প্রতিবেশীরা দুশ্চিন্তায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement