Advertisement
Advertisement
Mahestala

রোগী রেফারকে কেন্দ্র করে ধুন্ধুমার মহেশতলার হাসপাতালে, ভাঙচুর চালাল পরিবার!

পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি।

Mahestala Hopital allegedly vandalised by patient party on sunday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 5, 2023 7:43 pm
  • Updated:November 5, 2023 9:02 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার মহেশতলার (Mahestala) হাসপাতালে। ব্যাপক ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি।

জানা গিয়েছে, মহেশতলার রবীন্দ্রনগর হাউসিং পাড়ার বাসিন্দা বছর ৫৬ এর আবেদা বিবি। শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর। গত ২ তারিখ রাত দশটা নাগাদ ভর্তি হন কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার সকালে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। শোনা যাচ্ছে, এর পরই চরমে ওঠে অশান্তি। হাসপাতালে ক্ষেভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, রোগীর-পরিজনেরা বচসা চলাকালীন হাসপাতালে রীতিমতো ভাঙচুর করে।

Advertisement

[আরও পড়ুন: পুজোয় বাজে বাঁশি-ভোগে ইলিশ, হুগলির ‘সবুজ কালী’র মাহাত্ম্য জানলে চমকে যাবেন]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিঞ্জিরা বাজার তদন্তকেন্দ্রের পুলিশ। তাঁদের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। রোগীর পরিবারের প্রশ্ন, কেন শেষমুহূর্তে রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলা হচ্ছে। উচিত ছিল আগেই জানানোর। যদিও এ বিষয়ে কোনও পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘কালীঘাটের দুর্গা একাই একশো’, মমতা-স্তুতিতে বিজেপিকে চ্যালেঞ্জ অশোকনগরের বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ