Advertisement
Advertisement

Breaking News

জোড়া মিছিলে তুলকালাম, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মালদহ

সংঘর্ষে জখম বেশ কয়েকজন৷

Maldah: Clash Between TMC & BJP over the Assam NRC issue
Published by: Sayani Sen
  • Posted:August 4, 2018 5:24 pm
  • Updated:August 4, 2018 5:24 pm

বাবুল হক, মালদহ: মিছিল-পালটা মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে তুলকালাম৷ উত্তপ্ত মালদহের পোস্ট অফিস মোড়৷ শনিবারের এই সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷   

[নিজেকে মোর্চার প্রেসিডেন্ট বলে দাবি গুরুংয়ের, এনআরসিতে গোর্খাদের বাদ পড়া নিয়ে উদ্বেগ]

গত সোমবারই অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়৷ ওই খসড়া থেকে বাদ যায় প্রায় ৪০ লক্ষ নাগরিকের নাম৷ নাগরিকপঞ্জির স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল৷ প্রকাশিত নাগরিকপঞ্জির প্রতিবাদ ও শিলচরে দলীয় প্রতিনিধি দলের উপর হেনস্তার প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার রাজ্যজুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল৷ পালটা কর্মসূচিতে শামিল বিজেপিও৷

Advertisement

[বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত, এনআরসি ইস্যুতে পালটা কর্মসূচি বিজেপির]

রাজ্যের অন্যান্য জেলার মতো মালদহ শহরজুড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল৷ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, বাবলা সরকার ও অম্লান ভাদুড়ি৷ প্রতিবাদ মিছিলে অংশ নেন অন্তত কয়েকশো কর্মী৷ শনিবার দুপুরে ফোয়ারা মোড়ের কাছে মিছিল পৌঁছয়৷ ওই এলাকায় আগে থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিজেপি৷ ফোয়ারা মোড়ের কাছে মিছিল পৌঁছলেই বাদানুবাদে জড়িয়ে পড়ে দু’পক্ষ৷ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল মন্তব্য করছিল বিজেপি৷ তারই প্রতিবাদ করায় বিজেপি কর্মীরা মিছিলকারীদের উপর হামলা চালায়৷ লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ খারিজ করেছে৷ তাদের পালটা দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থানে জোর করে অশান্তি তৈরি করেছে তৃণমূল কর্মীরাই৷ বিজেপি কর্মীদের উপর বিনা কারণেই হামলা চালায় তারা৷ সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

[নিজেকে মোর্চার প্রেসিডেন্ট বলে দাবি গুরুংয়ের, এনআরসিতে গোর্খাদের বাদ পড়া নিয়ে উদ্বেগ]

মিছিল-পালটা মিছিল নিয়ে দুই রাজনৈতিক দলের কর্মীদের সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ৷ পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ মগদমপুরের দিকে পাঠিয়ে দেওয়া হয় তৃণমূলের মিছিল৷ গণ্ডগোলের জেরে বানচাল হয়ে যায় বিজেপির অবস্থান কর্মসূচিও৷ নতুন করে কোনও উত্তেজনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷

[আন্ডারপাসের দাবিতে রানাঘাট স্টেশনে অবরোধ, অফিস টাইমে বিপাকে নিত্যযাত্রীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ