Advertisement
Advertisement
Mamata Banerjee

দার্জিলিং ম্যালের পথে জনসংযোগে মমতা, খুদেদের উপহার দিলেন চকোলেট

বিশ্ববাংলা স্টল, শীতবস্ত্রের দোকানেও যান তিনি।

Mamata Banerjee connects with people of Darjeeling
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 12, 2024 1:29 pm
  • Updated:November 12, 2024 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে দার্জিলিং ম্যালের রাস্তায় প্রাতঃভ্রমণের পাশাপাশি জনসংযোগ সারলেন তিনি। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। খুদেদের হাতে তুলে দিলেন চকোলেট। ঢুকলেন বিশ্ববাংলা স্টলে। ঘুরে দেখলেন শীতপোশাকের দোকান। 

মঙ্গলবার সকাল দশটা নাগাদ দার্জিলিং ম্যালের রাস্তায় প্রাতঃভ্রমণে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। ম্যালের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। খোঁজ খবর নেন। ঢুকে পড়েন বিশ্ববাংলার স্টলে। ঘুরে দেখেন একাধিক শীতপোশাকের দোকান। ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রী যে বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, তা বলাই বাহুল্য। এদিনও একদল খুদের সঙ্গে কথা বলেন তিনি। আদর করেন, উপহার হিসেবে সকলের হাতে চকোলেটও দেন। মুখ্যমন্ত্রীকে এভাবে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত সকলে। তবে এই প্রথম নয়, মুখমন্ত্রী বরাবরই ঠিক ঘরের মেয়ের মতো মিশে যান আমজনতার ভিড়ে।

Advertisement

উল্লেখ্য, একাধিক কর্মসূচি নিয়ে সোমবার দার্জিলিং গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জিটিএ ও অন্যান্য উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। পরেরদিন, বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন। তার পরের দিন ফিরবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement