Advertisement
Advertisement

Breaking News

‘দুর্গাপুজোর বিসর্জন ও মহরম নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে’

কলেজে বহিরাগতদের জায়গা নেই, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee hits at BJP over Puja row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2017 11:55 am
  • Updated:October 2, 2019 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর নিরঞ্জন এবং মহরম নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। অশান্তি ছড়াতে ধর্মের সুড়সুড়ি দেওয়া হচ্ছে। দুই ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গে  নাম না করে বিজেপিকে এভাবেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে কোনও মূল্যে অশান্তি রুখবে প্রশাসন। পাশাপাশি কলেজে বহিরাগতদের প্রবেশে তিনি যে বিরক্ত তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, কলেজের পড়ুয়ারাই কলেজে রাজনীতি করবে।

[এবার রেল মন্ত্রকেও ‘ভিআইপি কালচার’-এর বিলুপ্তি ঘটতে চলেছে]

Advertisement

দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের শোভাযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীর ফর্মুলা মানতে নারাজ বিজেপি। এই নিয়ে আদালতে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। পুজো কমিটিগুলিকে এই নির্দেশ না মানার আবেদন জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি বেশ কিছু সংগঠনও এই নিয়ে সক্রিয়। গেরুয়া শিবিরের এই তৎপরতা কীভাবে রোখা হবে এদিনের মঞ্চে তার রূপরেখা ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিসর্জন আর মহরম নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যে একাদশীর দিন কখনও বিসর্জন হয় না। মানুষকে বিভ্রান্ত করতে ভাসান নিয়ে চলছে অপপ্রচার হচ্ছে। অশান্তি ছড়াতে ধর্মের সুড়সুড়ি দেওয়া হচ্ছে। রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা হলে কড়া হাতে রোখা হবে বলে তিনি জানিয়ে দেন। যারা দাঙ্গা ছড়াতে চাইছে তাদের চিহ্নিত করা হবে। বিজেপিকে নাম না করে মুখ্যমন্ত্রীর বার্তা আগে পাঁচকুলা, উত্তরপ্রদেশ সামলাক তারপর বাংলার কথা ভাববে।

Advertisement

[নারদ কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের]

টিএমসিপির ২০তম প্রতিষ্ঠা দিবসে পড়ুয়াদের শৃঙ্খলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডের সভায় তাঁর বক্তব্য, রাজনীতি করলে খারাপ হয় না। ছাত্র রাজনীতি চরিত্র গঠনের জন্য ভাল, প্রকৃত মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে হবে। শিক্ষক-পড়ুয়াদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সম্প্রতি কলেজগুলিতে অশান্তি নিয়ে বহিরাগতদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করবে। বাইরে কারও সেখানে জায়গা নেই। অশান্তি এড়াতে জেভিয়ার্স- ব্রেবোর্নের মডেল এগোনার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কলেজ কাউন্সিল গঠন করার কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ২০১৯ থেকে দিল্লিতে পরিবর্তনের লড়াই শুরু হবে। এর জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসার তিনি বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বছরের পঞ্চায়েত ভোটে পড়ুয়াদের লড়তে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ