Advertisement
Advertisement

গরু পাচার রুখতে সরব মুখ্যমন্ত্রী

এর আগেও গরু পাচার বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী৷

mamata banerjee is taking step to stop smuggling of cattle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 8:57 am
  • Updated:June 22, 2022 4:05 pm

নিজস্ব সংবাদদাতা: ফের গরু পাচারকারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বহরমপুরের স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক মঞ্চ থেকে পাচার রোধে প্রশাসনকে কড়া নির্দেশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷

মুর্শিদাবাদে অন্যতম সমস্যা হল গরু পাচার ও চোরাচালান৷ মুর্শিদাবাদের সীমান্তর ওপারেই বাংলাদেশ৷ সীমান্তর কিছুটা অংশে কাঁটাতার দেওয়া হলেও বেশিরভাগটাই উন্মুক্ত৷ সেই সুযোগ নিয়ে প্রায় অবাধেই চলে গরু পাচার৷

Advertisement

এর আগেও গরু পাচার বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু পাচার পুরোপুরি বন্ধ করা যায়নি৷ তাই এবার জেলার প্রশাসনিক মঞ্চ থেকে মমতা সাধারণ মানুষকে এ বিষয়ে এগিয়ে আসার ডাক দেন৷ তিনি বলেন, “কয়েকজনের জন্য গোটা জেলার বদনাম হচ্ছে৷ এটা হতে দেবেন না৷ স্মাগলার ও গরু পাচারকারীদের চিহ্নিত করুন৷ শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে৷ এক হয়ে পাচার রুখুন৷”

Advertisement

প্রশাসন সূত্রের খবর, জেলার গরু পাচার মাথাব্যথার কারণ হয়ে উঠেছে৷ যেহেতু সীমান্ত এলাকার যাবতীয় দায়দায়িত্ব বিএসএফের, তাই প্রশাসন সেখানে নাক গলাতে পারে না৷ অনেক ক্ষেত্রে জেলা প্রশাসনের সঙ্গে বিএসএফের সমন্বয়ের অভাব ঘটে৷ সেই সুযোগটা পুরোমাত্রায় নেয় পাচারকারীরা৷ এবার তাই পাচার রোধে সাধারণ মানুষকে শামিল করে চোরাচালানকারীদের শায়েস্তা করতে চান মুখ্যমন্ত্রী৷ গরু পাচার নিয়ে রাজ্যের অন্যান্য সীমান্তবর্তী জেলাতেও কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন৷ গরু পাচারকারীদের চিহ্নিত করে বিভিন্ন জেলায় তাদের গ্রেফতারও শুরু হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ