Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘২ ঘণ্টায় ধরিয়ে দিয়েছি’, বেঙ্গালুরু বিস্ফোরণে গ্রেপ্তারিতে রাজ্য পুলিশকে কৃতিত্ব মমতার

বাংলাকে জঙ্গিদের 'স্বর্গরাজ্য' বলে দাবি করেছে বিজেপি। বার বার তারা অভিযোগ করেছে, রাজ্য পুলিশ সহযোগিতা করে না। কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে বাধা দেয়। এদিন প্রচার সভা থেকে গেরুয়া শিবিরকে পালটা দিলেন তৃণমূল নেত্রী।

Mamata Banerjee opens up on Bengaluru Café Blast arrest

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 12, 2024 1:02 pm
  • Updated:April 12, 2024 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু বিস্ফোরণে কাণ্ডের মূল চক্রীদের ধরিয়ে দিল বাংলা পুলিশ। এটা রাজ্য পুলিশের সাফল্য। শুক্রবার দিনহাটার নির্বাচনী সভা থেকে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দিঘার হোটেল থেকে দুই মূলচক্রীকে গ্রেপ্তার করেছে এনআইএ। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। 

বাংলাকে জঙ্গিদের ‘স্বর্গরাজ্য’ বলে দাবি করেছে বিজেপি। বার বার তারা অভিযোগ করেছে, রাজ্য পুলিশ সহযোগিতা করে না। কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে বাধা দেয়। এদিন প্রচার সভা থেকে গেরুয়া শিবিরকে পালটা দিলেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, “বেঙ্গালুরুতে একটা বোমা ফেটেছে। অভিযুক্তরা এখানকারও নয়। মাত্র ২ ঘণ্টার জন্য বাংলায় ছিল। দুঘণ্টার মধ্যে ধরে দিয়েছি। আমাদের রাজ্য পুলিশ ধরে দিয়েছে।” 

Advertisement

[আরও পড়ুন: ‘কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়?’ জঙ্গি গ্রেপ্তারি কাণ্ডে অধিকারীদের নিশানা তৃণমূলের]

NIA-র গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, “রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই সন্দেহভাজনকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ। তারা হয়তো কর্ণাটকে শিবমোগাই আইসিস সেলের অংশও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক।” তাঁকে খোঁচা দিয়ে মমতা বলেন, ওঁদের একটা ছেলে আছে, আমরা বলি ফোড়ণ। বলছে বাংলা নাকি নিরাপদ নয়? ওদের দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান নিরাপদ? বাংলার মানুষ শান্তিতে থাকুক, বিজেপির সহ্য হয় না। “

Advertisement

প্রসঙ্গত, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মাস্টার মাইন্ড আবদুল মাথিন ত্বহা ও তাঁর সঙ্গী মুসাভির হুসেন শাহজেব ছদ্মবেশে তদন্তকারীদের চোখে ধুলো দিচ্ছিল বলে অভিযোগ। প্রথমে তারা কলকাতার বিভিন্ন প্রান্ত এবং পরে নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে আত্মগোপন করেছিল। তাদের গ্রেপ্তার করে এনআইএ।

[আরও পড়ুন: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে বাংলা যোগ! রাজ্যে NIA-র জালে দুই চক্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ