Advertisement
Advertisement

শালবনিতে চালু হচ্ছে জিন্দালদের সিমেন্ট কারখানা, ১৫ জানুয়ারি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পর অবশেষে চালু হচ্ছে কারখানা৷

Mamata Banerjee to inaugurate Jindal factory in Salboni
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2018 9:46 am
  • Updated:June 22, 2022 3:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর, অবশেষে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে চালু হতে চলেছে জিন্দালদের সিমেন্ট কারখানা৷ আগামী ১৫ জানুয়ারি কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, শালবনিতে সিমেন্ট কারখানা চালু হলে, ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ প্রসঙ্গত, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ ওয়াকিবহাল মহলের মতে, সেই সম্মেলনের আগে শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা উদ্বোধন করে শিল্পপতিদের ইতিবাচক বার্তা দিতে চাইছে্ন মুখ্যমন্ত্রী৷

[শ্রমিককে কান ধরিয়ে ওঠবস, বিতর্কে পরিবহণ আধিকারিক]

Advertisement

এ রাজ্যে তখন বামফ্রন্টের সরকার৷ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে একটি সিমেন্ট কারখানা তৈরির প্রস্তাব দিয়েছিল জিন্দাল গোষ্ঠী৷ শালবনিতে প্রস্তাবিত কারখানার শিলান্যাসও করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ কিন্তু, পরবর্তীকালে নানা কারণে প্রকল্পের কাজ আর এগোয়নি৷ মূলত কাঁচামালের অভাবের কারণেই এ রাজ্যে সিমেন্ট কারখানা তৈরিতে আগ্রহ দেখায়নি জিন্দালরা৷ রাজ্যের তরফে ওড়িশা থেকে কাঁচামাল আনার বিকল্প প্রস্তাবেও রাজি ছিল না তারা৷ জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যাও ছিল৷ ২০১১ সালে পালাবদলের পর, শালবনিতে সিমেন্ট কারখানা চালু করার বিষয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শালবনিতে কারখানার তৈরির জন্য জিন্দালদের জমি দেয় রাজ্য সরকার৷ নবান্নে জিন্দাল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দালের বৈঠকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৬ সালে ৭ জানুয়ারি শালবনিতে ফের নতুন করে জিন্দালদের সিমেন্ট কারখানার শিলান্যাসও করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী৷

Advertisement

[পাগল ছেলেকে ক্ষমা করতে পারেন শচীনই, কাতর আরজি দেবকুমারের পরিবারের

অবশেষে নতুন বছরের শুরুতেই শালবনিতে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত জিন্দালদের সিমেন্ট কারখানা৷ জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি কারখানা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, এই কারখানায় ২৮ লক্ষ মেট্রিক ট্রন সিমেন্ট উৎপাদন হবে৷ জিন্দালদের নয়া সিমেন্ট কারখানায় কর্মসংস্থাব হবে প্রায় ২ হাজার মানুষের৷ প্রসঙ্গত, রাজ্যে বিনিয়োগ টানতে প্রতি বছরই ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার৷ এবছর ১৬ ও ১৭ জানুয়ারি এই সম্মেলন হবে কলকাতায়৷ শিল্পমহলের একাংশের মতে, এই সম্মেলনের ঠিক আগে শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন করেন উদ্যোগপতিদের ইতিবাচক বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[হরিশ্চন্দ্রপুরে এখনও পুকুর কাটছেন আড়াই বছর আগে মৃত ব্যক্তি!]

বাম আমলে সিমেন্ট কারখানা চালু করা যায়নি ঠিকই৷ তবে অন্য একটি কারণে পশ্চিম মেদিনীপুরের এই জনপদটির কথা মনে রেখেছেন অনেকেই৷ ২০০৮ সালে সেখানে জিন্দাল সিমেন্ট কারখানা শিলান্যাস করে ফেরার পথে, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা৷ এই ঘটনার পর জঙ্গলমহলে মাওবাদীদের সূত্রপাত হয়৷ পরবর্তীকালে মাওবাদীদের দৌরাত্ম্যে প্রভূত রক্তপাত হয়েছিল জঙ্গলমহলের জেলাগুলিতে৷

[পুরুলিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ, বন্যপ্রাণীদের উষ্ণ রাখতে চিড়িয়াখানায় ‘ডায়েট চেঞ্জ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ