Advertisement
Advertisement

মমতাকে ক্ষমতালোভী, ভণ্ড বলে কটাক্ষ বিজেপির

দেশভাগের চেষ্টা চালাচ্ছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Mamata's lust for power must be exposed, lashesh senior BJP leader
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2017 6:07 am
  • Updated:August 10, 2017 6:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের ‘বিজেপি ভারত ছাড়ো আন্দোলন’-এর পালটা জবাব দিল গেরুয়া শিবির। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় বিঁধলেন বিজেপি নেতা জাফর আলম। মমতাকে ক্ষমতালোভী বলে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘মমতা ও অন্যান্য বিরোধী দলগুলি বিভেদের রাজনীতি করে। কিন্তু বিজেপির একটাই রাজনৈতিক লক্ষ্য, ‘সবকা সাথ, সবকা বিকাশ’। এবং এটাই গোটা দেশে ছড়িয়ে দিতে চায় দল। মুখ্যমন্ত্রীর ক্ষমতালোভী স্বভাবকে প্রকাশ্যে আনবেই বিজেপি।’

[লালঝান্ডা ফেলে এখন হাতে পুঁথি মজিদ মাস্টারের]

বিজেপির আরও এক শীর্ষস্থানীয় নেতা বিনোদ কাটিয়ার এককদম এগিয়ে মুখ্যমন্ত্রীকে ভণ্ড বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘মমতার চিকিৎসার প্রয়োজন। কেন্দ্র বিরোধিতা তাঁর নতুন নয়। তৃণমূলের এই আন্দোলনই মমতার ক্ষমতালোভী স্বরূপকে ফুটিয়ে তুলছে।’ প্রসঙ্গত, গতকালই মেদিনীপুর থেকে ‘বিজেপি ভারত ছাড়ো আন্দোলন’-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তোলেন, বিজেপি দেশভাগ করার চেষ্টা করছে। সাম্প্রদায়িকতা ও হিংসার রাজনীতিকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে ২০১৯ সালে ক্ষমচাচ্যুত করে দেশে গণতন্ত্রের জয় হবে বলে জানান মমতা।

Advertisement

[মা-বাবাকে হারিয়ে অসহায় তেহট্টর চার নাবালিকা]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ