Advertisement
Advertisement

Breaking News

ভিডিও চ্যাটে হস্তমৈথুন অপরিচিত যুবকের, সাইবার সেলের দ্বারস্থ তরুণী

স্ক্রিনশট তুলে কলকাতা পুলিশকে পাঠালেন তরুণী।

Man allegedly masterbeting live on video call, booked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 6:49 pm
  • Updated:June 27, 2018 6:53 pm

রাজা দাস, বালুরঘাট: সাতসকালে ফেসবুক মেসেঞ্জারের ভিডিও চ্যাটে হস্তমৈথুনের অভিযোগ। অনলাইনে কলকাতার সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করলেন তরুণী। ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। অভিযোগ, মৌ সাহা নামের ফেক প্রোফাইলের মেসেঞ্জার থেকেই মঙ্গলবার সকালে ভিডিও কলটি আসে। দীর্ঘদিন ধরে মৌ সাহা ওই তরুণীর ফ্রেন্ডলিস্টে রয়েছে। ঘুম চোখে কলটি রিসিভ করতেই তিনি দেখেন, একজন পুরুষ হস্তমৈথুন করছে। প্রায় সঙ্গেসঙ্গেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেন অভিযোগকারী তরুণী। পরে পরিবারের লোকজনকে বিষয়টি জানিয়ে সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। মহিলার ফেক প্রোফাইল থেকে পুরুষের হস্তমৈথুনের ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় ওই তরুণী।

Advertisement

[দেশের সেরা বাংলাই, রাজ্যের ৩১টি প্রকল্পকে পুরস্কৃত করল স্কচ ফাউন্ডেশন]

জানা গিয়েছে, কলকাতার কলেজ ছাত্রী ওই তরুণীর বাড়ি বালুরঘাটে। দিন কয়েকআগে তিনি বাড়ি গিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালেই। বেশ কয়েকবছর আগেই মৌ সাহা নামের এক মহিলা ওই তরুণীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। মহিলার ছবি দেখে কোনওরকম সন্দেহ হয়নি। তাই রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করে নেন তরুণী। এদিকে ফ্রেন্ডলিস্টে থাকলেও কোনওদিনই কথোপকথন হয়নি মৌ সাহার সঙ্গে। সেই প্রোফাইলের মেসেঞ্জার থেকে আচমকা পুরুষের হস্তমৈথুনের ঘটনায় চিন্তিত তরুণী। প্রথমে হকচকিয়ে গেলেও ঘটনাদৃশ্যের স্ক্রিনশট নিতে ভোলেননি তিনি। তবে শুধু হস্তমৈথুনের দৃশ্যই নয়। ভিডিও চ্যাটে তাঁকে কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বুঝতে পারেন প্রোফাইলটি ফেক। প্রোফাইলটি ব্লক করে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তবে অভিযুক্তকে শিক্ষা দেওয়ার জন্য সেপথে হাঁটেননি তিনি। প্রোফাইলের মালিককেও কিছু বুঝতে দেননি, পাছে সে নিজেই পালিয়ে যায়। ফেসবুক মেসেঞ্জারে তাঁর বন্ধুদের একটি গ্রুপ রয়েছে। এরপর স্ক্রিনশটগুলি গ্রুপের মেসেঞ্জারে শেয়ার করেন। তখনই জানতে পারেন, ওই প্রোফাইল থেকে ইতিমধ্যেই অনেককে অশ্লীল ভিডিও-সহ কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এরপর আর অপেক্ষা করেননি ওই তরুণী। বন্ধু ও পরিবারের সদস্যদের পরামর্শ মতো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান। গোটা অভিযোগ প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে অনলাইনে। প্রত্যুত্তরও এসেছে। কলকাতার সাইবার ক্রাইম শাখায় এসে পৃথকভাবে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে ওই তরুণীকে।

Advertisement

[মেসেঞ্জারে অজানা লিংক খুলে হ্যাকারদের ফাঁদে যুগল, অভিযোগ দায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ