Advertisement
Advertisement

Breaking News

অভিনব উদ্যোগ, দোকান উদ্বোধনের দিন বাইক আরোহীদের হেলমেট উপহার

'সেফ ড্রাইভ সেভ লাইভ '-এর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন দোকানের মালিক।

Man inaugurates shop, gifts customers helmet

হেলমেট পরিয়ে দিচ্ছেন স্বপনবাবু। ছবি: জয়ন্ত দাস।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2018 6:23 pm
  • Updated:July 20, 2018 6:23 pm

ধীমান রায়, কাটোয়া: রঙের দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রতিবেশী ব্যবসায়ী ও পরিচিতরা ভেবেছিলেন দোকানে পুজোর্চনা হবে। তারপর এক পাত ভোজও হবে। কিন্তু সকলকে নিরাশ করেই অভিনবভাবে ব্যবসার প্রথম দিনটি পালন করলেন মঙ্গলকোটের বনকাপাশি বাজারের ব্যবসায়ী স্বপন পাল। তিনি অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে বিনা হেলমেটে বাইক আরোহীদের মাথায় পরিয়ে দিলেন নতুন হেলমেট। তার সঙ্গে মিষ্টিমুখও করালেন। স্বপনবাবুর এই উদ্যোগ সাড়া ফেলেছে এলাকায়। অভিনন্দন জানিয়েছে কাটোয়া মহকুমা পুলিশ।

মেয়েদের প্রেরণা হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য কোবিন্দের ]

Advertisement

বনকাপাশি গ্রামের বাসিন্দা চল্লিশোর্ধ্ব স্বপন পাল। তাঁদের পারিবারিক ব্যবসা হল হার্ডওয়ারের। বনকাপাশি বাজারেই দোকান রয়েছে। জানা গিয়েছে, শুক্রবার বনকাপাশি বাসস্ট্যান্ডে ওই হার্ডওয়ারের দোকানের পাশেই রঙের দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বপনবাবু জানিয়েছেন একটি রঙ প্রস্তুতকারী সংস্থার ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পর শুক্রবার দোকানটির উদ্বোধন করা হল।

Advertisement

এদিন দোকান উদ্বোধন করার আগে পরিচিতদের আমন্ত্রণ করেছিলেন স্বপনবাবু। তবে পরিচিতরা দোকানে আসার পর দেখেন পুজোর্চনার তেমন আয়োজন নেই। নেই খাওয়াদাওয়ার ব্যবস্থাও। তখন স্বপনবাবু তাঁদের কাছে নিজের পরিকল্পনার কথা বলেন। নিজের চিন্তার বাস্তব প্রয়োগও করেন তিনি। বর্ধমান কাটোয়া পথে যাতায়ায়কারী বিনা হেলমেটের বাইক আরোহীদের দাঁড় করিয়ে হেলমেট পরিয়ে দেন। স্বপনবাবু বলেন, “সরকার থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে প্রচার করা হচ্ছে। হেলমেটবিহীন বাইক চালালে প্রতিমুহূর্তে প্রাণহানির ঝুঁকি থাকে। আমি চাই সাধারণ মানুষ সচেতন হোক। একটি প্রাণ অকালে ঝড়ে গেলে একটি পরিবার শেষ হয়ে যেতে পারে।”

ফেসবুকে সংগঠনের বিরুদ্ধে ‘বিদ্রোহ’, বিতর্কে পূর্ব বর্ধমানের এসএফআই নেতা ]

জানা গিয়েছে এদিন ৫০ জন বিনা হেলমেটের বাইক আরোহীর মাথায় হেলমেট পরিয়ে দেন তিনি। পাশাপাশি যারা হেলমেট পরেছিলেন, তাদের দাঁড় করিয়ে মিষ্টিমুখ করিয়ে হাতে গোলাপ ফুল তুলে দেন। স্থানীয় বাসিন্দা রাঘব চন্দ্র ঘোষ বলেন, “স্বপন আমাদের আসতে বলেছিল। কিন্তু এই পরিকল্পনার কথা আগাম বলেনি। তার এই উদ্যোগ দেখে আমরা অভিভূত।” বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রশাসনের প্রচারের পাশাপাশি এই ধরনের উদ্যোগ যদি সবস্তরের মানুষ নেন তাহলে অবশ্যই সকলেই সচেতন হবেন। ওই ব্যবসায়ীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ