BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

দুর্গাপুরে ভিনরাজ্যের যাত্রীর কাছে উদ্ধার ৩৬ লক্ষ টাকা! পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ

Published by: Sucheta Sengupta |    Posted: September 3, 2022 4:11 pm|    Updated: September 3, 2022 4:11 pm

Man with wades of cash arrested from Durgapur station | Sangbad Pratidin

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর (Durgapur) স্টেশনে এক রেলযাত্রীর কাছ থেকে উদ্ধার হল নগদ ৩৬ লক্ষ টাকা! জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মূলচাঁদ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুরের বাসিন্দা সে। কী কারণে এত টাকা সঙ্গে নিয়ে ট্রেনে যাচ্ছিল, তার তদন্তে নেমেছে জিআরপি। তাকে গ্রেপ্তারির পর আসানসোল আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে জিআরপি।

জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুর রেল স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মে এক যাত্রীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাকে আটক করে আরপিএফ (RPF)। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় ৩৬ লক্ষ টাকা। জানা যায়, ওই ব্যক্তি জব্বলপুরের, নাম মূলচাঁদ। এরপর আরপিএফ তাকে ধরে তুলে দেয় অন্ডাল জিআরপির (GRP)হাতে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মুম্বই মেলে হাওড়া যাচ্ছিলেন। মাঝপথে দুর্গাপুর স্টেশনে তিনি ট্রেন থেকে নেমে যান। চার নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন।

[আরও পড়ুন: ত্রিপুরার ৩ মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন স্থগিত, দিতে হবে না সশরীরে হাজিরাও]

সন্দেহ হওয়ায় কর্মরত আরপিএফ জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৬ লক্ষ টাকা। কী কারনে এত টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, সেই ব্যাপারে ওই ব্যক্তি কোনও সদুত্তর দিতে পারেনি বলে আরপিএফ সূত্রের খবর। ধৃত মূলচাঁদকে ধারাবাহিক জেরার পর শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে অন্ডাল জিআরপি পুলিশ।

[আরও পড়ুন: হোমওয়ার্ক না করার ‘শাস্তি’, তালাবন্দি করে ২ শিশুকে পাইপ দিয়ে মার গৃহশিক্ষকের]

অন্ডাল রেল পুলিশের ওসি সুজন ঘোষ জানিয়েছে, শনিবার তাকে পেশ করা হয় আসানসোল জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এত টাকা নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন, কাদের এই টাকা দেওয়ার কথা ছিল, এর পিছনে বড় কোনও হাওয়ালা চক্র আছে কি না, মূলচাঁদকে জেরা করে সেসবের উত্তর খুঁজছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে