Advertisement
Advertisement

আতঙ্কে মানিকচক, আমডাঙাকাণ্ডে পুলিশ কর্তাকে বদলির নির্দেশ

শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক৷

Manikak, in a panic of the order of transfer to Amadanga police officer
Published by: Kumaresh Halder
  • Posted:August 31, 2018 5:38 pm
  • Updated:August 31, 2018 5:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে সংঘর্ষের পর কেটে গিয়েছে  গোটা একটি দিন৷ এখনও থমথমে উত্তর ২৪ পরগনার আমডাঙা৷ নতুন করে অশান্তির আশঙ্কায় সিঁটিয়ে মালদহের মানিকচকের রামনগরের বাসিন্দারাও৷ তবে শুক্রবার বিকেল পর্যন্ত আমডাঙা ও মানিকচকে নতুন করে অশান্তির খবর নেই৷ পুলিশি টহল চলছে দু’জায়গায়ই৷

সংঘর্ষের ঘটনায় উত্তর ২৪ পরগনার আমডাঙা থানায় ওসি ও এসআইকে আগেই সরানো হয়েছিল৷ সোমবার পদ খোয়ালেন  খোদ জেলাপুলিশের ডিএসপি(সদর) কল্যাণ কুমার রায়৷ তাঁকে বদলি করা হয়েছে বারাকপুরের ফার্স্ট ব্যাটেলিয়নে। এদিকে শুক্রবার সকাল থেকেই আমডাঙা ব্যাপক অভিযান নেমেছে পুলিশ৷ তিনটি দলে ভাগ হয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা৷ চাষের জমিতে আলপথ ধরে দুষ্কতীদের ডেলায় অভিযান নেমেছে বিশাল পুলিশ বাহিনী৷ পঞ্চায়েত বোর্ড গঠন রাজনৈতিক হিংসা, যথেচ্ছ বোমাবাজি, গুলি, তিনজনের মৃত্যুতে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যেভাবে বোমাবাজি হয়েছে ও তৃণমূল কর্মীদের বাড়ি ঢুকে হামলা চালানো হয়েছে, তাতে আতঙ্কিত এলাকার মানুষ। এলাকার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষুব্ধও স্থানীয় বাসিন্দারা।

Advertisement

[গেম খেলতে বাধা বাবার, হাতের শিরা কেটে আশঙ্কাজনক মোমোয় আসক্ত কিশোরী]

অন্যদিকে, পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার তেতে  ওঠেছিল  মালদহের মানিকচক ৷  বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে থমথমে রামনগর৷ তিন বছরের শিশু মাথায় গুলি চালনার ঘটনায়  আতঙ্কে স্থানীয় বাসিন্দারা৷  ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তরা ধরা না পড়ায় আতঙ্ক আরও বেড়েছে৷

Advertisement

[মুখ্যমন্ত্রী করার পর ফের মন্ত্রী, কাঁথির ছাত্রী নিবাসের দু’বার উদ্বোধনে বিতর্ক]

বৃহস্পতিবার মানিকচক গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পুতুল মণ্ডলের শিশুপুত্রের মাথায় গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা৷ রাতে আশঙ্কাজনক অবস্থায়  শিশুটিকে  ভরতি  করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পরে ওই শিশুকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়৷ মাথায় অস্ত্রোপচার করে গুলি বার করেন চিকিৎসকরা৷ তবে, অস্ত্রোপচার সফল হলেও এখনও সংকটমুক্ত নয় ওই শিশু৷ আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে৷

পঞ্চায়েতে প্রধান পদে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার দলেরই সদস্য পুতুল মণ্ডলের বাড়িতে বিজেপির কর্মী-সমর্থকরাই হামলা চালিয়েছেন বলে অভিযোগ। যদিও মুখে কুলুপ এঁটেছেন মালদার মানিকচকের স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ