Advertisement
Advertisement

দলত্যাগী বিধায়কদের সদস্যপদ খারিজের দাবি মান্নানের

কংগ্রেস পরিষদীয় দলের তরফে এদিন স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে৷

Mannan wrote to the speaker to reject the membership of Congress MLAs who joined TMC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 1:29 pm
  • Updated:September 10, 2016 1:29 pm

স্টাফ রিপোর্টার: কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্যর বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে শুক্রবার বিধানসভায় স্পিকারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ কংগ্রেস পরিষদীয় দলের তরফে এদিন স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে৷ বিরোধী দলনেতার বক্তব্য, “দলত্যাগ বিরোধী আইনে বলা আছে স্পিকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ তাই আমরা তুষারকান্তিবাবুর তৃণমূলে যোগ দেওয়ার তথ্য-প্রমাণ হিসাবে সংবাদ পত্রের কাটিং ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ জমা দিয়েছি৷” একইসঙ্গে মান্নান আরও জানান, কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রেজিনগরের বিধায়ক রবিউল ইসালমকেও শো-কজের চিঠি পাঠানো হয়েছে৷ তিনি তৃণমূলে যোগ দিয়েছেন কি না এক সপ্তাহের মধ্যে তা জানাতে বলেছি৷ উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ রবিউলেরও সদস্যপদ খারিজের আবেদন করা হবে৷ স্পিকার কী সিদ্ধান্ত নেন, তা দেখার পাশাপাশি দলত্যাগী দুই বিধায়কের বিরু‌দ্ধে আইনের পথে যাওয়ারও এদিন ইঙ্গিত দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা৷

বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য গত ২১ জুলাই ধর্মতলার সমাবেশ মঞ্চে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ এর পর ২৮ জুলাই তৃণমূলে যোগদানের সত্যতা জানতে চেয়ে কংগ্রেস পরিষদীয় দলের তরফ থেকে প্রথম চিঠি পাঠানো হয় তুষারবাবুকে৷ ৯ আগস্ট তিনি চিঠির উত্তরে বলেন, এসব খবর অসত্য৷ বিরোধী দলনেতার দাবি, এর পর ফের পরিষদীয় দল থেকে ১৮ আগস্ট তাঁকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে, হাত প্রতীকে তিনি জিতেছিলেন সেটা ভুল, না কি তৃণমূলে যোগদান করেছেন সেটা ভুল৷ এরপর আর কোনও উত্তর দেননি দলত্যাগী বিধায়ক৷ কোনও উত্তর না পেয়ে শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তুষারবাবুর সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে কংগ্রেস৷ বুধবার স্পিকারের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা৷ নাম না করে এক সিপিএম বিধায়কের পাশাপাশি দলত্যাগী নিজের দলের দুই বিধায়কের বিরু‌দ্ধে এদিন কংগ্রেস পরিষদীয় দলের তরফে সাংবাদিক সম্মেলনে তোপ দেগেছেন আবদুল মান্নান, মনোজ চক্রবর্তীরা৷ মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের দখলে এসেছে৷ বিভিন্ন জেলায় শুধু বিধায়করাই নন, পুরসভা থেকে পঞ্চায়েত ও জেলা পরিষদে কংগ্রেসের জনপ্রতিনিধিরা সারি দিয়ে তৃণমূলে যোগ দিচেছন৷ এ প্রসঙ্গে এদিন আবদুল মান্নান পাল্টা চ্যালেঞ্জ দিয়ে দাবি করেন, যেখানে কংগ্রেস বিধায়করা তৃণমূলে যোগ দিয়েছেন সেখানে উপনির্বাচন হলে কংগ্রেসই জিতবে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ