Advertisement
Advertisement

Breaking News

Cattle

ডানকুনির খাটালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪০ টি গরু

খাটালের বৈধ অনুমতি ছিল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Massive fire broke out in a cow firm, 40 cow died | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 3, 2023 6:50 pm
  • Updated:April 3, 2023 6:51 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ডানকুনিতে (Dankuni) ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে উঠল খাটাল। পুড়ে মৃত্যু হল ৪০ টি গবাদি পশুর। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

ডানকুনির রথতলার খালপাড় এলাকায় পাশাপাশি কয়েকটি খাটাল রয়েছে। সোমবার দুপুরে আচমকা একটি খাটালে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ডানকুনি থানা ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই পাশের খাটালে ছড়িয়ে পড়ে আগুন। শুধু তাই নয়, এলাকায় একটি গেঞ্জি কারখানা ছিল। সেখানেও ছড়িয়ে পড়ে আগুন।

Advertisement

[আরও পড়ুন: দেখতে অবিকল হেলিকপ্টার, অভিনব টোটো তৈরি করে তাক লাগালেন চাকদহের বাসিন্দা]

ঘটনাস্থলে পৌঁছেই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান দমকলের আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে পুড়ে মৃত্যু হয়েছে ৪০ টি গরুর। জখম আরও ১৫ টি গরু। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর ও পুরপ্রধান। তাঁদের দাবি, বৈধ অনুমতি ছাড়াই খাটাল চলছিল। কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ড? প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের ফলেই এই পরিণতি।

Advertisement

[আরও পড়ুন: শক্তিগড় হত্যাকাণ্ড: রাজু খুনের পরই গাড়ি বদল, কীভাবে পালিয়েছিলেন আবদুল লতিফ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ