Advertisement
Advertisement

Breaking News

Bolepur

বোলপুরের বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২, আহত অন্তত পাঁচ

আহত অন্তত পাঁচ। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

Massive fire engulfs building at Bolepur, two dead

বাঁধগোড়ায় সাঁঝবাতি আবাসন

Published by: Monishankar Choudhury
  • Posted:February 10, 2025 9:20 pm
  • Updated:February 10, 2025 10:03 pm  

দেব গোস্বামী: বোলপুরের বহুতলে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত কমপক্ষে ২। আহত অন্তত পাঁচ। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কার্যত জতুগৃহে পরিণত আবাসনটিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।

জানা গিয়েছে, সোমবার রাত ৮.৩০ নাগাদ বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামের একটি আবাসনের দু’তলায় আগুন লাগে৷ মুহূর্তে লেলিহান শিখা গ্রাস করে ভবনটিকে। ঝলসে প্রাণ হারান দু’জন। ঘটনায় আহত অন্তত ৫। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা।

Advertisement

স্থানীয়রা জানাচ্ছেন, শ্রীনিকেতন রোডের উপর জনবহুল এলাকায় আবাসনটি থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা। নজরে আসে লেলিহান শিখা৷ তারপরই দমকল বিভাগে খবর দেওয়া হয়৷ প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে৷ দেখা যায় আবাসনে বেশ কয়েকজন আটকে ছিল৷ পরে দমকলের আরও দু’টি ইঞ্জিন আসে৷ তবে দমকলের কাছে বড় কোন ল্যাডার ছিল না৷ বাঁশের তৈরি সিঁড়ি, অর্থাৎ মই দিয়ে বেয়ে কোনও রকমে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে দমকলের কর্মীরা৷ ঘটনায় স্বপন নন্দী (৬৮) ও অঞ্জু নন্দী (৬২) নামে দু’জনের অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত দুই শিশু-সহ ৫ জন।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসিতে বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ড৷ আবাসনের নীচে থাকা একটি স্কুটিতেও আগুন ধরে যায়৷ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সুপার (বোলপুর) বীরভূম জেলা পুলিশ রাণা মুখোপাধ্যায় ও বোলপুরে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। বোলপুর দমকল বিভাগের ওসি সৌরভ মণ্ডলের নেতৃত্বে দমকর্মীরা আগুন আয়ত্বে আনার চেষ্টা করছে৷ ঘটনায় কার্যত অবরুদ্ধ শ্রীনিকেতন রোড।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় বলেন, “খবর পেয়ে পুলিশ ও দমকল ৬০ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৫ জন আশঙ্কা জনক৷ শর্টসার্কিট থেকে আগুন লেগেছে শোনা যাচ্ছে৷ আমরা খতিয়ে দেখছি। ফ্ল্যাটটি সিল করা হবে।” বোলপুর দমকল বিভাগের ওসি সৌরভ মণ্ডল বলেন, “দুজনের জলন্ত দেহ এখনও পেয়েছি। বাকি এখনই কিছু বলতে পারবো না৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement