Advertisement
Advertisement

Breaking News

Cooch Behar

প্রেমদিবসে সময় কাটানো নিয়ে প্রেমিকার সঙ্গে ঝামেলা! কোচবিহারে উদ্ধার হবু ডাক্তারের ঝুলন্ত দেহ

মৃত্যুর খবর পেয়ে কোচবিহারে এসেছেন পরিবারের সদস্যরা।

MBBS doctor found dead after fight with girlfriend over Valentine's Day in Cooch Behar
Published by: Subhankar Patra
  • Posted:February 13, 2025 2:09 pm
  • Updated:February 13, 2025 2:14 pm  

বিক্রম রায়, কোচবিহার: ফের এক ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। অনুমান, প্রেমিকার সঙ্গে ঝামেলার জেরে ‘আত্মঘাতী’ হয়েছেন হবু ডাক্তার! ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ডাক্তারি পড়ুয়ার নাম কৃষাণ কুমার। তিনি বিহারের বাসিন্দা। এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমবিবিএস করছিলেন। থাকতেন হস্টেলেই। কিছুদিন পরই তাঁর কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল।

Advertisement

বুধবারে রাতের খাওয়ার জন্য আসেননি কৃষাণ। হস্টেলের ৩০৪ নম্বর রুমে তাঁকে ডাকতে যান বন্ধুরা। কিন্তু ভিতর থেকে গেট বন্ধ ছিল। ডাকাডাকির পর দরজা না খোলায় গেট ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। বন্ধুরাই প্রথম দেখেন সিলিংয়ের সঙ্গে ঝুলছেন যুবক। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। হবু ডাক্তারের বাড়িতে খবর দেওয়া হয় রাতেই। বৃহস্পতিবার কোচবিহার এসেছেন পরিবারের সদস্যরা। তাঁদের সম্মতি নেওয়ার পর দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

কী কারণে পড়ুয়া আত্মহত্যা করলেন? পুলিশের প্রাথমিক অনুমান, ওই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ভ্যালেনটাইন্স ডে নিয়ে প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল। সেই থেকেই আত্মঘাতী হয়েছেন কৃষাণ। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement