Advertisement
Advertisement

স্কুলের চাকরিতেও এবার মেডিক্যাল ও পুলিশ রিপোর্ট

ভেরিফিকেশন না হলে মিলবে না চাকরি৷

Medical and Police Verification to be compulsory in school jobs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 8:47 am
  • Updated:July 25, 2022 12:49 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষক নিয়োগে এবার চাকরি প্রার্থীদের মেডিক্যাল টেস্ট ও ‘পুলিশ ভেরিফিকেশন’ বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার৷ বুধবার বিধানসভায় স্কুল সার্ভিস কমিশনের সংশোধনী বিলের আলোচনায় অংশ নিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগে প্রার্থীদের ক্ষেত্রে এই দু’টি বিষয় শীঘ্রই চালু করবে সরকার৷

আগামী শুক্রবার উচ্চশিক্ষাক্ষেত্রে নয়া নিয়োগে মেডিক্যাল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা নিয়ে বিধানসভায় বিল আনতে পারে শিক্ষা দফতর৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পাশাপাশি আচরণবিধি এবং নিয়ন্ত্রণও পুরোপুরি সরকারি হাতে নিয়ে আসতে বিল আসছে বিধানসভায়৷ ওই বিলে ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে পরিচালন সমিতির সভাপতি নিয়োগ এবং শিক্ষক-অশিক্ষকদের বদলির সমস্ত দায়িত্ব সরকারের নিয়ন্ত্রণে আসছে৷

Advertisement

এদিন বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেন, “সমস্ত সরকারি চাকরিতেই যোগদানের আগে মেডিক্যাল টেস্ট ও ‘পুলিশ ভেরিফিকেশন’ হয়৷ কিন্তু শিক্ষক নিয়োগের সময় এই বিষয়টি আজও চালু হয়নি৷ অথচ দেখা যায়, চাকরিতে যোগদানের কিছুদিনের মধ্যেই নানা শারীরিক সমস্যা ও অসুস্থতার কারণ দেখিয়ে স্কুলে অনিয়মিত হয়ে পড়েন শিক্ষকরা৷ ফল ভোগে পড়ুয়ারা, ক্ষতি হয় স্কুলের পঠন-পাঠনের৷ তাই শিক্ষক নিয়োগের আগে মেডিক্যাল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন অত্যন্ত জরুরি৷” শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বার্তা যে শিক্ষাক্ষেত্রের নিয়োগে মেডিক্যালি ফিট না হলে যেমন চাকরি হবে না তেমনই প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ বা মামলা থাকলেও সরকারি নিয়োগে বাধা হবে৷

পরে বিধানসভায় নিজের ঘরে এক প্রশ্নের উত্তরে বলেন, “বিধানসভায় আরও কিছু বিল আসছে৷ একটু অপেক্ষা করলেই বিষয়টি কার্যকর করা নিয়ে সরকারের পদক্ষেপ স্পষ্ট হয়ে যাবে৷”

শিক্ষাক্ষেত্রে আরও বেশি সংখ্যায় শূন্যপদে নিয়োগ করে সরকারি শিক্ষাব্যবস্থার উৎকর্ষতা বাড়ানোর লক্ষ্যে মেধা ও যোগ্যতাকে বিশেষ গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার৷ তাই এদিন বিধানসভায় পাস হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেণ্ট বিল ২০১৬’৷ বিলের বিতর্কে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী  পার্থবাবু বলেন, “এতদিন পাঁচটি আলাদা রিজিয়ন থেকে প্যানেল তৈরি করে স্কুলে প্রার্থীর নাম পাঠিয়ে নিয়োগ হত৷ কিন্তু এখন ‘স্টেট লেভেল সিলেকশন টেস্ট’ ও চাকরিপ্রার্থীদের একটাই মেধাতালিকা প্রকাশ হবে৷ পাহাড় থেকে সাগর, সমস্ত চাকরিপ্রার্থীই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান গুরুত্ব পাবেন৷ শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও সততা রাখতেই এই বিল৷”

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, “শূন্যপদের সংখ্যা আরও বাড়ছে৷ ছাত্রর উৎকর্ষ বৃদ্ধিতে মেধাই মাপকাঠি৷ শুধু বড় বড় বিল্ডিং তৈরি নয়, শিক্ষকের মেধা, যোগ্যতা ও মান যাচাই করা হবে৷” রিজিওনাল অফিস শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে তালিকা রাজ্যস্তরে পাঠাবে সেখানে যদি কোনও চাকরিপ্রার্থীর বিষয়ে প্রশ্ন থাকে তবে তাঁর নাম ওই তালিকা থেকে বাদ যেতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, “শিক্ষিকাদের নিজের বাড়ির কাছাকাছি ট্রান্সফারকে গুরুত্ব দিয়েছে বর্তমান রাজ্য সরকার৷ ফলে এবার বাড়ির কাছাকাছি কোনও স্কুলে শূন্যপদ থাকলে সেখানে যাতে যোগ্য শিক্ষকরা শিক্ষকতা করাতে পারেন, সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে৷’

শিক্ষাদফতর সূত্রে খবর, নিয়োগের আগে দেখা হবে কোনও চাকরিপ্রার্থী ফৌজদারি মামলা বা আর্থিক দুর্নীতিতে জড়িয়েছে কি না৷ কারণ, বামজমানায় বিরোধী নেতাদের খুন থেকে শুরু করে অজস্র ফৌজদারি মামলা নিয়েও অনায়াসে শিক্ষকের চাকরিতে ঢুকে গিয়েছেন পার্টির নেতারা৷ মধ্যশিক্ষা পর্ষদের মতো নানা গুরুত্বপূর্ণ অফিসে চাকরি করলেও এদের অনেকেই সময় কাটান আলিমুদ্দিন বা জেলা পার্টি অফিসে৷ পরিচালন সমিতি স্কুলে হাজিরা নিয়ে প্রশ্ন তুললে পুরনো ফৌজদারি মামলায় কোর্টে হাজিরার অজুহাত দেখিয়ে ক্লাসে আসছেন না ওই শিক্ষকরা৷ বস্তুত শিক্ষাক্ষেত্রে পঠন-পাঠনের মান উন্নয়নের স্বার্থেই তাই এবার থেকে শিক্ষক নিয়োগের আগে ফৌজদারি মামলা আছে কি না তা আগে দেখে নিতে  পুলিশের ছাড়পত্রে  জোর দিচ্ছে রাজ্য সরকার৷ এদিন বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে শিক্ষামন্ত্রী বলেন, “কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরির জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হয়েছে৷ সিধু-কানু ও প্রেসিডেন্সির ক্যাম্পাসের তৈরির কাজ প্রায় শেষ৷” আজ বিধানসভায় আসছে সেণ্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় বিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement