Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের মেডিক্যাল পরীক্ষা ২০ জুলাই

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল রাজ্যে মেডিক্যাল জয়েন্টের দিন৷ আগামী ২০ জুলাই রাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হবে বলে স্বাস্থ্যভবন সূত্রের খবর৷ সেই নিরিখে জয়েন্ট বোর্ডকেও খবর পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনের তরফে৷ বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যসচিব বৈঠক করেন৷ সেই বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

Medical Joint entrance will be held on 20 JUly

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 6:23 pm
  • Updated:May 30, 2016 6:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল রাজ্যে মেডিক্যাল জয়েন্টের দিন৷ আগামী ২০ জুলাই রাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হবে বলে স্বাস্থ্যভবন সূত্রের খবর৷ সেই নিরিখে জয়েন্ট বোর্ডকেও খবর পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনের তরফে৷ বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যসচিব বৈঠক করেন৷ সেই বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

মেডিক্যাল জয়েন্টকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই ছাত্র-ছাত্রীদের মধ্যে যে ধন্দের সৃষ্টি হয়েছে৷ তাই জট কাটাতে তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে বোর্ডের সরকারি ওয়েবসাইটে৷ জয়েন্ট বোর্ডের তরফে জানান হল এমনটাই৷
প্রসঙ্গত, এ বছরই সুপ্রিম কোর্ট দেশজুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট-এর মাধ্যমে ডাক্তারিতে ছাত্র ভর্তির নির্দেশ জারি করে৷ ২৪ জুলাই দ্বিতীয় পর্যায়ের নিট হওয়ার নির্ঘণ্টও চূড়ান্ত হয়৷ নিট সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা নিয়ে সমস্বরে তীব্র আপত্তি তোলে রাজ্যগুলি৷ তাদের বক্তব্য ছিল, এখনই অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু হলে যাঁরা মাতৃভাষায় পরীক্ষা দিতে চায়, সেই ছাত্রছাত্রীরা ভাষাগত সমস্যার মুখোমুখি হবে৷ এ ছাড়াও রাজ্যের স্কুল শিক্ষাবোর্ডের পাঠ্যক্রম সর্বভারতীয় ক্ষেত্রের তুলনায় সম্পূর্ণ আলাদা৷ রাজ্যগুলি দাবি জানায়, অন্তত এ বছরের জন্য রাজ্য পরিচালিত জয়েন্ট বোর্ডের মাধ্যমে ছাত্রভর্তির অনুমোদন দেওয়া হোক৷ স্বাস্থ্য দফতরের তৎকালীন রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লি গিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে আসেন৷ রাজ্যগুলির আপত্তি মেনে এর পরই অর্ডিন্যান্স আনার প্রক্রিয়া শুরু করে দেয় কেন্দ্রীয় সরকার৷ চিন সফরে যাওয়ার আগে অর্ডিন্যান্সে সই করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ অর্ডিন্যান্স অনুযায়ী, এ বছর রাজ্যগুলি চাইলে নিজেদের মতো করে জয়েন্ট এণ্ট্রান্স নিতে পারবে৷
এরপরই রাজ্যস্তরে জয়েন্ট এন্ট্রান্সের দিনক্ষণ ঠিক করার প্রক্রিয়া শুরু হয় রাজ্যে| সেইমতো পশ্চিমবঙ্গে এই পরীক্ষার দিন ধার্য হল ২০ জুলাই৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ