Advertisement
Advertisement

Breaking News

বিদায়বেলায় শীতের ছক্কা, এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি

আগামী ৭২ ঘণ্টা বজায় থাকবে আবহাওয়া।

Mercury dipped below 12 degre celsius
Published by: Sayani Sen
  • Posted:January 31, 2019 8:41 am
  • Updated:January 31, 2019 8:50 am

রিংকি দাস ভট্টাচার্য: পূর্বাভাস একটা ছিল। তা শুধু মিলেই গেল না, পড়ে পাওয়া চোদ্দো আনার মতো বিদায়বেলায় শীতের হাঁকানো ছক্কায় রীতিমতো কুঁকড়ে যেতে হল!
আলিপুর আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছিল, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে। কিন্তু একধাক্কায় পারদ যে এতটা নেমে যাবে, হাওয়া অফিসের কর্তারাও আঁচ করতে পারেননি। তাঁদের দস্তুরমতো হতচকিত করে বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১২ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। মঙ্গলবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। বুধবার এক ঝটকায় তা নেমে দাঁড়ায় ১২.২ ডিগ্রি। মানে ২৪ ঘণ্টার ব্যবধানে শহরের পারদ নেমেছে ৫ ডিগ্রি! “মঙ্গলবার সন্ধ্যার পর ভেবেছিলাম তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রিতে নামবে। সেইমতো পূর্বাভাসও দিয়েছিলাম। কিন্তু এতটা নেমে যাবে, তা কল্পনাতেও আসেনি।”-মন্তব্য হাওয়া অফিসের এক আবহাওয়াবিদের। যদিও তাপমাত্রার এই নিম্নগামিতা আগামী ৭২ ঘণ্টা বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

[প্রধানমন্ত্রীর সভার জন্য নির্বিচারে বৃক্ষ নিধন, বিতর্ক তুঙ্গে ঠাকুরনগরে]

আচমকা এই পারাপতন কেন? কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে জানান, গত কয়েকদিন পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও অবস্থান করছিল। যা জলীয় বাষ্পকে টেনে এনে রাজ্যের আকাশ মেঘলা করে দিচ্ছিল। কিন্তু সোমবার ঝঞ্ঝার সঙ্গে সঙ্গে সেটি রাজ্যের পূর্ব দিকে সরে গিয়েছে। প্রসঙ্গত, এই ঝঞ্ঝাটি অতিক্রমকালে মঙ্গলবার দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাত ঘটিয়েছে। “আকাশ পরিষ্কার হতেই উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল শীতল বাতাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ স্বাভাবিকের নিচে নামিয়েছে।”–ব্যাখ্যা সঞ্জীববাবুর। বিশেষজ্ঞদের কথায়, উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলছে। তারই প্রভাব পড়েছে এ রাজ্যের উপর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরাখণ্ড, কাশ্মীরে তুষারপাত চলছে। যার জেরে উত্তরপ্রদেশ-ঝাড়খণ্ডে তাপমাত্রা স্বাভাবিকের নিচে ঘোরাফেরা করছে। এ রাজ্যে উত্তুরে হাওয়াকে বাড়তি গতি দিয়েছে ঝকঝকে নীল আকাশ। যার ফলে উত্তর-পশ্চিম দিক থেকে আসা
কনকনে হাওয়া এক ধাক্কায় নামিয়ে এনেছে কলকাতা-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা। শহরের পাশাপাশি বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা আচমকা নেমেছে অনেকটাই। শীত সামলাতে এদিন শ্রীনিকেতন আশ্রয় নিয়েছে লেপের নিচে। জাঁকিয়ে শীত পড়েছে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদেও। বুধবার রাঢ়বঙ্গের পারদ সাতের ঘরে নেমেছে। শ্রীনিকেতন ৭.৪, পানাগড় ৬.১, পুরুলিয়া ৮.৯। সকলকে চমকে শহরতলির বারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমেছে ৮.১ ডিগ্রিতে। পার্শ্ববর্তী দমদমের পারদ নেমেছে ১১.২ ডিগ্রিতে।

Advertisement

[মানসিক বিকারগ্রস্ত ‘প্রেমিক’, আতঙ্কে এক বছর ধরে গৃহবন্দি তরুণী]

এদিকে জানুয়ারির শেষে এক ধাক্কায় শেষ কবে মহানগরের তাপমাত্রা পাঁচ ডিগ্রি নিচে নেমেছে, তা মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা৷ কলকাতায় অবশ্য ট্রেলারের দেখা মিলেছিল মঙ্গলবার সন্ধ্যা থেকেই। বাড়ি ফেরার সময় বাসে-ট্রেনে মালুম হয়েছে কনকনে হাওয়া। তবে এক ধাক্কায় তাপমাত্রা এতটা কমে যাওয়ায় কার্যত অপ্রস্তুত শহরবাসী।  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ