Advertisement
Advertisement

Breaking News

বৃষ্টি

একুশের সমাবেশে কাঁটা বৃষ্টি? আশঙ্কার পূর্বাভাস শোনাল হাওয়া অফিস

সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে৷

MeT predicts moderate rain in West Bengal today
Published by: Sayani Sen
  • Posted:July 21, 2019 10:00 am
  • Updated:July 21, 2019 10:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা এসে গিয়েছে মাসখানেক আগেই৷ তবে বৃষ্টির দেখা নেই৷ উত্তরবঙ্গ যখন বৃষ্টিতে ভাসছে তখন দক্ষিণের ফুটিফাটা দশা৷ অত্যধিক গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর৷ কিন্তু রবিবার সকাল থেকে বদল আবহাওয়ায়৷ এদিনের আকাশের মুখভার দেখেই ঘুম ভাঙে সকলের৷ ভোররাত থেকেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা৷ বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টি বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের৷ 

[ আরও পড়ুন: তৃণমূল কর্মীদের বাস আটকানোর হুমকি, দিলীপের বিরুদ্ধে এফআইআর চন্দ্রিমার]

একুশ জুলাইয়ের সমাবেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মাত্র কয়েকঘণ্টা পরই বক্তব্য রাখবেন৷ কী বার্তা দেন দলনেত্রী, তা শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মী-সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন শহরে৷ ঝিরঝির বৃষ্টিতে দলীয় কর্মী-সমর্থকদের সমস্যায় পড়ার আশঙ্কা করছেন৷ তবে তাতে উৎসাহ-উদ্দীপনায় ভাঁটা পড়েনি৷ বরং বৃষ্টি উপেক্ষা করেই একের পর এক মিছিল এসে জমা হচ্ছে সভাস্থলে৷ অনেকে আবার এই বৃষ্টিকে ‘আশীর্বাদ’ বলেও মনে করছেন৷ 

Advertisement

একুশে জুলাইয়ের সমাবেশে বৃষ্টি যদিও এই প্রথমবার নয়৷ এর আগেও বেশ কয়েক বছরই বৃষ্টিতে ভিজে একুশের মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাওয়া অফিস সূত্রে খবর, গত বছর একুশে জুলাই বৃষ্টি হয়েছিল ১৬.৭ মিলিমিটার। এবার এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে দশমিক ৩ মিলিমিটার। গতবার এইদিনে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

[ আরও পড়ুন: ডিগ্রি ছাড়াই চলছে চিকিৎসা, ‘হাতুড়ে’ ডাক্তারের বিরুদ্ধে মহকুমা শাসকের দ্বারস্থ স্থানীয়রা]

এবার তাপমাত্রা কিছুটা বেড়েছে৷ রবিবার শহরের তাপমাত্রা  ৩৫ ডিগ্রি সেলসিয়াস৷ আজ দিনভর বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের৷ তবে আবহবিদরা জানিয়েছেন, এটি বর্ষার বৃষ্টি নয়৷ প্রশ্ন একটাই, এই বৃষ্টির জেরে কি অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাওয়া সম্ভব? সে বিষয়ে যদিও কোনও আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর৷ কারণ, ঝিরঝিরে বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই৷ পরিবর্তে একই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার আশঙ্কাই করা হচ্ছে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ