Advertisement
Advertisement

উত্তুরে হাওয়ার জের, ফের নামতে পারে পারদ

আগামী দু-তিনদিন স্বাভাবিকের নিচে থাকতে পারে তাপমাত্রা৷

Met predicts temperature dip in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:January 15, 2019 9:28 am
  • Updated:January 15, 2019 9:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তিতে স্বাভাবিকের উপরে তাপমাত্রার পারদ৷ তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,  মঙ্গলবার বিকেল থেকেই বইতে পারে উত্তুরে হাওয়া৷ তার জেরে ফের জাঁকিয়ে পড়তে পারে শীত৷ আগামী দু-তিনদিন একই আবহাওয়া জারি থাকার সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস৷

[পুণ্যার্জনের আশায় সাগর সঙ্গমে, অসুস্থ হয়ে ২ দিনে মৃত্যু ৪ তীর্থযাত্রীর]

গত বছর ডিসেম্বরের শেষের দিক থেকে ঝোড়ো ইনিংস চলছে শীতের৷ দিনের পর দিন ক্রমশই নামছিল তাপমাত্রার পারদ৷ গত পাঁচ বছরের তাপমাত্রার নিরিখে শীতলতম শীতকালের সাক্ষী ছিল ২০১৮ সাল৷ চলতি বছরের শুরুর সপ্তাহেও দুর্দান্ত ফর্মে ছিল শীত৷ তবে গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ৷ গত সপ্তাহের শেষের দিক থেকে কখনও ১১ আবার কখনও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরফেরা করছে তাপমাত্রা৷ সোমবার তো শীতের পোশাক পরেও বেশ খানিকটা গরমের অনুভূতি পেয়েছেন শহরবাসী৷ মঙ্গলবারও সেভাবে ঠান্ডা উপভোগ করতে পারেননি শীতবিলাসীরা৷ সকাল থেকে সামান্য কুয়াশার দাপট জারি রয়েছে৷ স্বাভাবিকভাবে তার জেরে চড়েছে তাপমাত্রার পারদ৷ মঙ্গলবার শহরের তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি৷ তবে কি মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে না? শীতবিলাসীদের মনে ঘুরপাক খাচ্ছে সেই একই প্রশ্ন৷

Advertisement

[গঙ্গাসাগরে মোতায়েন মাইন উদ্ধারে দক্ষ নৌসেনার ডুবুরিরা]

কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তাদের জন্য আশার বাণী শুনিয়েছে৷ হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকালে সেভাবে শীতের অনুভূতি হয়নি ঠিকই৷ তবে রাতের দিকে আবারও গত বছরের শেষের দিকের মতো ফুল ফর্মে ঝোড়ো ইনিংস শুরু করতে পারে শীত৷ দুপুর থেকে বইতে শুরু করবে উত্তুরে হাওয়া৷ আর উত্তুরে হাওয়ার হাত ধরে আবারও নামতে শুরু করবে তাপমাত্রার পারদ৷ আগামী দু-তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷ শুধু তাই নয় দার্জিলিঙে ফের হতে পারে তুষারপাত৷ হাওয়া অফিসের বার্তা শুনে খুশি শীতবিলাসীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ