Advertisement
Advertisement

মোদিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ মেদিনীপুর শহরের এক চা-বিক্রেতার

জানেন, কী করবেন তিনি?

Midnapore tea seller offers free sip honouring ‘Chaiwala’ PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2018 10:58 am
  • Updated:July 16, 2018 10:58 am

সম্যক খান, মেদিনীপুর: এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু, ছোটবেলায় রেল স্টেশনে তিনিও চা বিক্রি করেছেন। নরেন্দ্র মোদিকে সম্মান জানাতে চান মেদিনীপুরের শহরের বাসিন্দা রাজদীপ জানা। কিন্তু, নিরাপত্তা কারণে খোদ প্রধানমন্ত্রীকে তো আর চা খাওয়ানো সম্ভব নয়। কেটলি হাতে মঞ্চের ধারেকাছেও ঘেঁষতে পারবেন না তিনি। তাই প্রধানমন্ত্রীর সভায় যাঁরা আসবেন, তাঁদের কয়েকজনকে অন্তত বিনা পয়সার চা খাওয়াবেন রাজদীপ।

[তোলাবাজির অভিযোগে পুলিশের জালে টিএমসিপির সাধারণ সম্পাদক]

Advertisement

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সরণির ফুটপাতে চায়ের দোকান রাজদীপ জানার। রোজগার সামান্যই। মিটিং-মিছিল থাকলে, যা একটু বাড়তি আয় হয়। কিন্তু, সোমবার যে মেদিনীপুর শহরে সভা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজদীপ জানেন, আজ যিনি দেশের প্রধানমন্ত্রী, ছোটবেলা তিনিও রেলস্টেশনে চা বিক্রি করেছেন। তাই মোদিকে সম্মান জানাতে  গিয়ে রোজগার যদি কিছু কম হয়, তাহলেও কুছ পরোয়া নেই। রাজদীপ জানা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে সোমবার যেসব বিজেপি কর্মী-সমর্থকরা আসবেন, তাঁদের কয়েকজনকে অন্তত বিনা পয়সা চা খাওয়াবেন তিনি। কারণ, নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীকে চা খাওয়ানো  তো দূর অস্ত, মঞ্চের ধারেকাছেও ঘেঁষা যাবে না। অগত্যা, দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে।

Advertisement

মেদিনীপুরের শহরের চা বিক্রেতা রাজদীপ জানা বলেন, ‘মোদিজি  নিজে চা-বিক্রেতা ছিলেন। তিনি চাওয়ালাদের মর্ম বোঝেন।‘  তাঁর আশা, হাজার কাজ থাকলেও, সোমবার মোদির ভাষণ শুনতে আসবেন শহরের চা-বিক্রেতারা। ‘চাওয়ালা’দের ভবিষ্যৎ নিয়েও হয়ত কিছু বলবেন দেশের প্রধানমন্ত্রী।

ছবি: নিতাই রক্ষিত

[অভিনব উদ্যোগ, দামোদর নদের পাড়ে হরেক জীববৈচিত্রের খোঁজে শুরু অভিযান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ