৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘মানুষের জন্য কাজ করতে পারিনি’, আলিপুরদুয়ার ফিরেই বিজেপির বিরুদ্ধে সরব সুমন কাঞ্জিলাল

Published by: Tiyasha Sarkar |    Posted: February 7, 2023 4:18 pm|    Updated: February 7, 2023 4:20 pm

MLA of Alipurduar Suman Kanjilal speaks against BJP | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার আলিপুরদুয়ারে ফিরলেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তাঁকে স্বাগত জানাতে স্টেশনে ভিড় করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এলাকায় ফিরে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক। নাম না করে উষ্মাপ্রকাশ করলেন জন বার্লার বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত গত রবিবার। সন্ধের দিকে প্রকাশ্যে আসে বেশ কয়েকটি ছবি। দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই ফ্রেমে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দেন তাঁকে। এরপরই উত্তপ্ত রাজ্য রাজনীতি। খোদ বিরোধী দলনেতা আক্রমণ করেছেন সুমন কাঞ্জিলালকে। তবে দল বদলের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিধায়ক। তিনি তৃণমূলের হয়ে কাজ করতে চান, তা জানিয়েছিলেন। কিন্তু দলবদল প্রসঙ্গে কিছুই বলেননি। মঙ্গলবার আলিপুরদুয়ারে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুমন কাঞ্জিলাল।

[আরও পড়ুন: এবার বিশ্বভারতী প্রসঙ্গে মুখ খুললেন উদয়ন গুহ, উপাচার্যকে ‘মোদির চাকর’ বলে কটাক্ষ]

এদিন গলায় তৃণমূলের উত্তরীয় পরে সাংবাদিকদের মুখোমুখি হন সুমন কাঞ্জিলাল। জানান, দুই বছর বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু মানুষের সুবিধায় কিছুই করতে পারেননি। নাম না করে তোপ দাগেন সাংসদ জন বার্লাকে। তিনিও মানুষের জন্য কিছু করেননি বলেই দাবি বিধায়কের। এরপরই তিনি তুলে ধরেন একটা ঘটনা। বলেন, “মানুষ নিজেদের প্রাপ্য পাচ্ছে না। আর এখানে রাজনীতির জন্য কেন্দ্রের বরাদ্দ আটকে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আমি মানতে পারিনি।” অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও উষ্মাপ্রকাশ করেন। যদিও নাম করেননি তিনি। এরপরই জানান, তিনি তৃণমূলের নীতিতে মানুষের জন্য কাজ করতে চান। এদিকে তৃণমূলের তরফে রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন, বিজেপির উত্তরবঙ্গের আরও ৩ বিধায়ক যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে।

[আরও পড়ুন: বাগনান হত্যাকাণ্ড: প্রায় দেড় মাস পর জঙ্গলে মিলল ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ব্যবহৃত অস্ত্র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে