Advertisement
Advertisement
Mob torches bus after mishap at Jalpaiguri

রাজ্যের দুই প্রান্তে জোড়া দুর্ঘটনা, হুগলিতে প্রাণ গেল যুবকের, জলপাইগুড়িতে বাসে আগুন জনতার

দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য যানচলাচল ব্যাহত হয়।

Mob torches bus after mishap at Jalpaiguri । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2023 1:48 pm
  • Updated:September 28, 2023 1:51 pm

সুমন করাতি ও শান্তনু কর: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রাজ্যের দুই জেলা। পৃথক দুটি দুর্ঘটনায় হুগলির গোঘাট এবং জলপাইগুড়ির রাজগঞ্জে শোরগোল। প্রাণও যায় একজনের। জখম বেশ কয়েকজন।

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সাতসকালেও হুগলির গোঘাটের কামারপুকুর বাইপাস এলাকায় বেশ কয়েকটি মাছের গাড়ি খালি করছিলেন স্থানীয়রা। সেই সময় মেদিনীপুরের দিক থেকে আসা একটি লরি মাছের গাড়িতে ধাক্কা মারে। তাতেই প্রাণ যায় একজনের। দুর্ঘটনার কবলে পড়ে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি গাড়ি। এই দুর্ঘটনায় জখম আটজন। তাঁদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। নিহক অভিষেক মণ্ডল, কামারপুকুরের মধুবাটির বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের নেতৃত্বে দিল্লি অভিযানে বাংলার কয়েক হাজার ‘বঞ্চিত’, ভাড়া করা হল বিশেষ ট্রেন]

এদিকে, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়ির রাজগঞ্জে। ভুটকিরহাট জাতীয় সড়কে স্কুটারে ধাক্কা দেয় বেসরকারি বাস। তাতে গুরুতর জখম হন আরোহী। উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। বেসরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাহত যানচলাচল।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বৃদ্ধাকে ‘খুন’ তৃণমূল কর্মীর, প্রতিবাদে যুব তৃণমূল সভাপতির বাড়ি ঘেরাও স্থানীয়দের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ