Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর আঁকা রাজ্যের লোগোকে স্বীকৃতি মোদি সরকারের

আগামী শুক্রবার আনুষ্ঠানিক প্রকাশ হবে এই লোগোর।

Modi Govt approves Exclusive Logo Designed by CM Mamata for Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2018 2:50 pm
  • Updated:January 3, 2018 2:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার, উত্তরপ্রদেশ, কেরল ও ছত্তিশগড়ের পর এবার কেন্দ্রর স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের নিজস্ব লোগো। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের বিশেষ প্রতীকে সিলমোহর দেয়। পশ্চিমবঙ্গের লোগোয় অনুমোদন দেয় মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে দেশের চার রাজ্য নিজস্ব প্রতীকের অনুমোদন পেয়েছিল। সেই চার রাজ্যের সঙ্গে একাসনে এবার বাংলাও। অশোকস্তম্ভের ছাড়াও এই পৃথক লোগো ব্যবহার করা যাবে সরকারি বিষয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই লোগোর ডিজাইন। তিনি নিজেই এঁকেছেন এই লোগো। সেই ডিজাইনেই সিলমোহর দেয় কেন্দ্র। জানা গিয়েছে, আগামী শুক্রবার আনুষ্ঠানিক প্রকাশ হবে এই লোগোর।

[তিন তালাক বিল ত্রুটিপূর্ণ-বিভ্রান্তিকর, বিজেপিকে তুলোধোনা মমতার]

প্রসঙ্গত, এই লোগো কেন্দ্রর কাছে পাঠানোর আগে গত মে মাসে শিল্পী যোগেন চৌধুরির নেতৃত্বাধীন রিভিউ কমিটিতে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞদের অনুমোদন পাওয়ার পরই কেন্দ্রর কাছে পাঠানো হয় লোগোর ডিজাইন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোগোকে স্বীকৃতি দেয়। এবার অন্যান্য রাজ্যর মতো বাংলাও অশোকস্তম্ভ ছাড়া এই প্রতীক ব্যবহার করতে পারবে প্রশাসনিক কর্মসূচিতে। শুক্রবার আনুষ্ঠানিক প্রকাশ লোগো ব্যবহার শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে, এদিনই বীরভূমে জঙ্গলমহল উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

ফাইল চিত্র

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ