Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৮৪ জন, চিন্তা বাড়াচ্ছে পূর্ব মেদিনীপুরের গ্রাফ

একদিনে রাজ্যে সংক্রমিত চার হাজারেরও কম।

More 3,984 people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 13, 2021 7:18 pm
  • Updated:June 13, 2021 8:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় আরও খানিকটা কমল সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন চার হাজারেরও কম রাজ্যবাসী। তবে পূর্ব মেদিনীপুরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে সংক্রমণ। যা খানিকটা চিন্তা বাড়াচ্ছে। একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ৮৪ জনের। ২৪ ঘণ্টায় করোনাজয়ী রাজ্যের ২৪৯৭ জন। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৩,৯৮৪ জন। তাঁদের মধ্যে ৫৯৭ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে কলকাতা। তবে আগের দিনের তুলনায় সামান্য ঊর্ধ্বমুখী সেখানকার গ্রাফ। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২৬ জন।  তৃতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ৪১৬ জন। হাওড়া চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ২৮৭ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে দার্জিলিং ও  জলপাইগুড়িতে (Jalpaiguri) বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজ্যে  মোট আক্রান্তের সংখ্যা ১৪,৬১,২৫৭।

Advertisement

[আরও পড়ুন: চরবৃত্তির জন্যই ইংরাজি শিক্ষা? মালদহ থেকে ধৃত চিনা ব্যক্তির অগাধ পড়াশোনায় তাজ্জব পুলিশ]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮৪ জনের। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। এদিনের মৃতদের মধ্যে ২০ জন উত্তর ২৪ পরগনার। ১৫ জন কলকাতার (Kolkata)। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় একদিনে করোনার বলি ৯ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৮৯৬। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২, ৪৯৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ২৬, ৭১০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৬৪ শতাংশ।  উল্লেখ্য, রাজ্যে জারি কড়া বিধিনিষেধের সুফল যে মিলছে তার প্রমাণ এই পরিসংখ্যান।  মে মাসের শুরুতে হু হু করে বেড়েই চলেছিল সংক্রমণ। এখন তা অনেকটাই নিম্নমুখী ।

Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে ‘তিক্ত অভিজ্ঞতা’, তৃণমূলে ফিরতে চেয়ে গেরুয়া শিবির ত্যাগ মুকুল ঘনিষ্ঠ নেতার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ