Advertisement
Advertisement

Breaking News

Purba Medinipur

ইফতারের অনুষ্ঠান থেকে ফেরার পর নন্দকুমারে অসুস্থ শতাধিক, পরোটায় বিষক্রিয়া?

অসুস্থদের দেখতে হাসপাতালে তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।

More than 100 fall ill after consuming food at iftar party
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 3, 2024 1:32 pm
  • Updated:April 3, 2024 1:43 pm

সৈকত মাইতি, তমলুক: ইফতারের পরোটা খেয়ে একে একে অসুস্থ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শতাধিক বাসিন্দা। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার সকালে অসুস্থদের দেখতে হাসপাতালে তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee)।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কল্যাণচক গ্রাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে মুন্সিপল্লিতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ফল, পরোটা সহ অন্যান্য খাবার পরিবেশন করা হয় আমন্ত্রিতদের মধ্যে। এর পর সোমবার সকাল থেকে একটু একটু করে অসুস্থ হতে শুরু করেন ওই অনুষ্ঠানের আমন্ত্রিতরা। শুরু হয় পেট ব্যথা, বমি, মাথার যন্ত্রনা। বুধবার সকাল পর্যন্ত অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক।

Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে না এলেই ‘অব কে বার তিহাড়’! গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার]

জানা যাচ্ছে, ওই অনুষ্ঠানে পরিবেশন করা পরোটা কিনে আনা হয়েছিল নন্দকুমারের স্থানীয় একটি দোকান থেকে। অভিযোগ, সেই পরোটা খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সকলে। আশঙ্কাজনক অবস্থায় সোমবার রাতের মধ্যেই স্থানীয় খেজুরবেড়িয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে বেশ কিছু জনকে ভর্তি করা হয়। এছাড়াও বাড়িতেও চিকিৎসা চলছে অনেকের। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়েই অসুস্থদের দেখতে গিয়েছিলেন বিধায়ক সুকুমার দে, বিডিও দীনেশ দে-সহ ব্লক প্রশাসনিক কর্মকর্তারা। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় একটি মেডিক্যাল টিম পাঠানো হয় বলে দাবি প্রশাসনের।

Advertisement

[আরও পড়ুন: আদৌ জোটের ভোট মিলবে? সিঁদুরে মেঘ দেখছে সিপিএম-কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ