Advertisement
Advertisement

Breaking News

corona virus

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা সংক্রমণ, তবে উদ্বেগ বাড়াচ্ছে বড়দিনের ভিড়

একদিনে প্রাণ হারালেন ৩১ জন।

More than 1500 tested positive for corona virus in last 24 hours in West Bengal | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 25, 2020 9:20 pm
  • Updated:December 25, 2020 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনা টেস্ট। আর স্বস্তি দিয়ে কমল সংক্রমণ। বৃহস্পতিবারের তুলনায় অনেকখানি নিম্নমুখী অ্যাকটিভ কেসও। কিন্তু এসবের মধ্যেও চিন্তা কয়েকগুণ বাড়িয়ে রাখল শুক্রবারের বাংলা। বিশেষ করে শহর কলকাতা। সংক্রমণের নিরিধে রাজ্যে শীর্ষে তিলোত্তমা। তা সত্ত্বেও বড়দিনে প্রতিটি জায়গায় আজ উপচে পড়া ভিড়। চিড়িয়াখানা থেকে ইকো পার্ক, পার্ক স্ট্রিট থেকে বো-বারাক, সর্বত্র উৎসব পাগলদের ঢল নেমেছে। তার উপর অনেকেরই মুখে মাস্ক নেই। তাই ক্রিসমাসে স্বাস্থ্যদপ্তর স্বস্তির খবর দিলেও তা যে স্থায়ী হবে না, সে ইঙ্গিতই যেন দিয়ে রাখল বড়দিনের কলকাতা।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪১ জন। যার মধ্যে কলকাতায় সংক্রমিত ৩৪৭ জন। তবে মহানগরকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সে জেলায় আক্রান্ত ৩৭৬ জন। যদিও অন্যান্য জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৭৬ ও ৭৫ জন। এদিকে নদিয়ায় একদিনে আক্রান্ত ৭১। সবমিলিয়ে বাংলার মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৪৪ হাজার ৭৫৫ জন। তবে গত কয়েকদিন ধরেই কমছে অ্যাকটিভ কেস। এদিনও ব্যতিক্রম হল না। বর্তমানে চিকিৎসাধীন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪৯ জনে।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনার প্রতি বিশ্বভারতীর আচরণে আমি মর্মাহত’, অমর্ত্য সেনকে চিঠি মমতার]

স্বস্তি দিয়ে বাড়ছে বাংলায় কোভিডজয়ীর সংখ্যাও। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৫৪ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২০ হাজার ৪৭০ জন। সুস্থতার হার ৯৫.৫৪। তবে মারণ ভাইরাস এখনও প্রাণ কাড়ছে মানুষের। একদিনে ভাইরাসের বলি ৩১ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৩৬ জনের।

Advertisement

নতুন বছরের শুরুর দিকেই ভ্যাকসিন হাতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ঠিকই। তারই মধ্যে রূপ বদলে করোনা ভাইরাসের আরও শক্তিশালী হওয়ার খবরও উঠে আসছে। কিন্তু যতদিন পর্যন্ত ভ্যাকসিন আসছে না ততদিন এই ভাইরাসকে রোখার একমাত্র পন্থা টেস্টিং। বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৮৯ জনের। এখনও পর্যন্ত মোট ৬৮ লক্ষ ৯৬ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ‘রাজনৈতিক স্বার্থে কৃষকদের বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার’, ফের তৃণমূলকে তোপ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ