Advertisement
Advertisement
Mamata Banerjee depriving state’s farmers

‘রাজনৈতিক স্বার্থে কৃষকদের বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার’, ফের তৃণমূলকে তোপ মোদির

বামেদের দেখানো পথেই মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।

Bangla news: Mamata Banerjee depriving state’s farmers for political gain: Narendra Modi। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 25, 2020 1:42 pm
  • Updated:December 25, 2020 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গের কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করছে তৃণমূল কংগ্রেসের সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী কৃষকনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার ভারচুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের ৯ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি ট্রান্সফার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা কৃষকদের সঙ্গে। যাঁরা প্রায় সবাই নয়া কৃষি আইনের ফলে উপকৃত হবেন বলে দাবি করেন। কেন্দ্রীয় সরকারের নয়া আইনের বিরোধিতায় যখন রাজধানী দিল্লিতে আন্দোলন চলছে তখন কৃষকদের এই অভিজ্ঞতার কথা সবার সঙ্গে শেয়ার করার আহ্বান জানান মোদি। আর এরপরই কৃষকদের নোংরা রাজনীতির স্বার্থে ব্যবহার করার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল সমালোচনা করেন তিনি।

[আরও পড়ুন: ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণের জের, আলিগড়ের যুবককে স্বপরিবারে খুনের হুমকি]

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময়ে পশ্চিমবঙ্গের বাম সরকার রাজ্যের কৃষকদের বঞ্চিত করত বলে অভিযোগ জানাতেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৫ বছর আগেও এই অভিযোগ নিয়ে সংসদে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু, আজকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে দিচ্ছেন না পশ্চিমবঙ্গের কৃষকদের। রাজ্যের কৃষকদের সুবিধা-অসুবিধার কথা মাথায় না রেখে তিনি পাঞ্জাবের কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলছেন। কিন্তু, দেশের মানুষ সব দেখতে পাচ্ছেন। আসলে বামেদের কাছ থেকে ক্ষমতা দখলের পর তাদের পথে চলছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তাই ছবি তুলে, সেলিব্রিটিদের নিয়ে প্রচার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। কিন্তু, এতে যে কোনও লাভ হবে না তিনি তা ভবিষ্যতেই বুঝতে পারবেন।’

তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই আচরণ তাঁকে প্রচণ্ড আঘাত দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বাংলাকে ধ্বংস করেছে। কৃষকদের বিরুদ্ধে তাঁর ব্যবহার আমাকে প্রচণ্ড আঘাত দিয়েছে। কেন বিরোধীরাও এই বিষয়ে চুপ করে রয়েছে? গোটা দেশের মধ্যে বাংলাই একমাত্র রাজ্য যারা সুবিধাগুলি কৃষকদের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। এর ফলে কৃষকরা কেন্দ্রের প্রকল্পগুলি থেকে বঞ্চিত হচ্ছেন।’

[আরও পড়ুন: বড়দিনে সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ, করোনাজয়ীর সংখ্যা পেরল ৯৭ লক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ