Advertisement
Advertisement
Hinduism

ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণের জের, আলিগড়ের যুবককে স্বপরিবারে খুনের হুমকি

তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Aligarh man, who converted to Hinduism, receives death threat, given police protection । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 25, 2020 11:42 am
  • Updated:December 25, 2020 11:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণের জেরে এক যুবককে পরিবার সমেত খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল মুসলিম সম্প্রদায়ের একাংশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। বিষয়টির কথা প্রকাশ্যে আসার পরেই তুমুল উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আলিগড়ের (Aligarh) এক বাসিন্দা কাসিম ও তাঁর পরিবারের সমস্ত সদস্য ইসলাম পরিত্যাগ করে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করেন। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ পরিবার সমেত ওই যুবককে প্রাণ মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এর জেরে স্থানীয় প্রশাসনেরও দ্বারস্থ হন কাসিম নামে ওই যুবক। এর ভিত্তিতে তাঁকে ও তাঁর পরিবারকে পুলিশি নিরাপত্তা দিয়েছে যোগী প্রশাসন।

[আরও পড়ুন: বড়দিনে সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ, করোনাজয়ীর সংখ্যা পেরল ৯৭ লক্ষ]

এপ্রসঙ্গে ওই যুবক বলেন, ‘আগে আমার নাম ছিল কাসিম। ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করার পরেই মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। তাই আমার পুলিশি নিরাপত্তা দরকার।’

ওই যুবকের আবেদন মেনে নেওয়ার কথা জানিয়ে আলিগড়ের পুলিশ সুপার (ক্রাইম) অরবিন্দ কুমার বলেন, ‘ওই যুবকের অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি। কিছু মানুষ প্রাণে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়ার পরেই তাঁর বাড়িতে পুলিশকর্মীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে।’

[আরও পড়ুন: ‘এনআরসি অসম্পূর্ণ, হিন্দুদের জন্য সুবিচার চাই’, বিস্ফোরক বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ