Advertisement
Advertisement

Breaking News

বিজেপিতেই ‘ফুটবে’ মুকুল, কী বললেন দিলীপ ঘোষ?

দেখুন 'আনকাট' ভিডিও।

Mukul Roy may join BJP, hints Dilip Ghosh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2017 2:25 pm
  • Updated:October 17, 2023 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভোটের ময়দানে ভোটের লড়াই হোক। গুন্ডামি করলে ছয় ফুট গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেব।’ পুরভোটের প্রচারে গিয়ে তৃণমূলকে এই ভাষাতেই কার্যত হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার হলদিয়ার দুর্গাচকে পৌরসভার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ‘গত পৌর নির্বাচনে পুলিশ ও দলীয় কর্মীদের দিয়ে গুন্ডামি করিয়েছে তৃণমূল। এবার হলদিয়াতেও করবে সেটা বিজেপি হতে দেবে না। দরকার পড়লে ওই গুন্ডাদের ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রোদে দেব।’

তাঁর অভিযোগ, তৃণমূল সিণ্ডিকেটরাজ চালাচ্ছে। পুলিশকে দিয়ে টাকা তোলাচ্ছে। এদিনের ভাষণে তাঁর সংযোজন, ‘দিলীপ ঘোষ ফালতু কথা বলে না। কে কত মায়ের দুধ খেয়েছে তা আমরা এই ভোটে দেখে নেবো।’ পুর নির্বাচনের আগে শাসক দলকে তাঁর হুঁশিয়ারি, ‘ভোটের দিন ঝামলা পাকাতে বাইরে থেকে যখন লোক আনলে লিস্ট করে আনবেন! কারণ, ফেরত পাঠানোর সময় কম পড়তে পারে।’

Advertisement

দেখুন ভিডিও:

Advertisement

হলদিয়ায় দাঁড়িয়ে দিলীপ হুঙ্কার দিলেও,  এই পুরসভার তিনটি ওয়ার্ডে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। বাধ্য হয়ে তাই ২৬টি ওয়ার্ডে বিজেপির প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান রাজ্য সভাপতি। বস্তুত, হলদিয়া পৌরসভার ২৯ ওয়ার্ডেই বিরোধীদের কোনও দেওয়াল লিখন বা ব্যানার নেই। সে অর্থে দিলীপ ঘোষের এই জনসভাই এখনও পর্যন্ত হলদিয়ায় বিজেপির বড় প্রচার। মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। তাঁর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি কোনও উত্তর এড়িয়ে গেলেও বলেন, ‘দেখতে থাকুন, ভবিষ্যতে তৃণমূলের অনেক তাবড় নেতা বিজেপিতে যোগ দেবে।’ এবছর তৃণমূলের অনেক নামজাদা নেতা, দাদা-দিদিকে জেলে বসে পুজো দেখতে হবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ