Advertisement
Advertisement
Murshidabad

স্কুল আসার পথে প্রাথমিকের ছাত্রীদের পিছু নিয়ে শ্লীলতাহানি! মুর্শিদাবাদে গ্রেপ্তার দর্জি

পুলিশ অভিযুক্তকে পকসো আইনে গ্রেপ্তার করেছে।

Murshidabad Man arrested for molestation allegation of primary school students
Published by: Paramita Paul
  • Posted:September 9, 2024 3:26 pm
  • Updated:September 9, 2024 6:13 pm

শাহজাদ হোসেন, ফরাক্কা: আর জি কর কাণ্ডের আবহে এবার প্রকাশ্যে স্কুল পড়ুয়াদের শ্লীলতাহানির ঘটনা! প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্যক্ত করা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল মুর্শিদাবাদে(Murshidabad)। অভিযোগ পাওয়া মাত্রই অর্জুনপুর বাজার থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিশ।

ধৃত যুবকের নাম ঔরঙ্গজেব নাদাব, বয়স ২৪। বাড়ি ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে বাড়ি থেকে স্কুল আসার পথে নিরিবিলি রাস্তায় নিয়মিত উত্যক্ত করত ওই যুবক। অশালীন আচরণও করত। ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে তাঁরা পুলিশে অভিযোগ করেন। ছাত্রীদের সকলের বাড়ি অর্জুনপুর দিয়ারাপাড়ায়।

Advertisement

[আরও পড়ুন: RG Kar: নমুনা সংগ্রহ, প্রমাণ লোপাট নিয়ে প্রশ্ন! ফের সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

অভিযুক্ত ঔরঙ্গজেব নাদাবের অর্জুনপুর রেলগেটের ধারে একটি কাপড়ের দোকান আছে। সেই দোকানের সামনে দিয়ে ছাত্রীরা স্কুল আসার পথে অভিযুক্ত যুবক তাদের পিছু নিয়ে স্কুলের পিছনে নিরিবিলি রাস্তায় শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে পকসো আইনে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে তোলা হচ্ছে।

[আরও পড়ুন: ‘দেড় ঘণ্টা দূরে থাকতে হয়’, আর জি করে CISF জওয়ানদেরও অসহযোগিতা! অভিযোগ কেন্দ্রের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement