Advertisement
Advertisement

Breaking News

বউদিকে ফিরিয়ে আনতে গিয়ে গণপিটুনির শিকার, দেওরের মৃত্যু

গুরুতর আহত ওই মহিলার স্বামীও৷

Nadia: two man-beaten-by-In-laws house
Published by: Kumaresh Halder
  • Posted:October 21, 2018 5:26 pm
  • Updated:October 21, 2018 5:26 pm

বিপ্লব চন্দ্র দত্ত, কৃষ্ণনগর: পুজোয় স্ত্রীকে বাড়ি ফেরাতে গিয়ে শ্বশুরবাড়ির পরিবারের সদস্যের হাতে রাতভর গণপিটুনি খেলেন স্বামী ও দেওর৷ বৌদির বাপের বাড়ির সদস্যদের মারে মৃত্যু দেওরের৷ শনিবার গভীর রাতের এই ঘটনায় মৃতের পরিবারের তরফে ছ’জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার বেনালি গ্রামে৷

[৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে স্বামীর৷ অশান্তির জেরে বাপের বাড়িতে এসে ঠাঁই নিতে হয়েছে স্ত্রীকে৷ সেই স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে গিয়েছিলেন স্বামী৷ কিন্তু, কোনমতেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে ফিরতে নারাজ স্ত্রী৷ এই নিয়েই শুরু হয় বচসা৷ বচসা গড়ায় মারামারিতে৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, শ্বশুরবাড়ির লোকজনের হাতে মার খেতে হয় স্বামীকে৷ দাদাকে বাঁচাতে রুখে দাঁড়ান ভাই৷ মারধর খেতে হয় তাঁকেও৷ বৌদির বাপের বাড়ির সদস্যদের হাতে মার খেয়ে মৃত্যু হল দেওরের৷

Advertisement

[ভাসমান ক্রেনের সাহায্যে পণ্য খালাসে নজির হলদিয়া বন্দরের]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিলন বিশ্বাস (৩৪)l তাঁর বাড়ি হাঁসখালি থানার বগুলায়৷ বছর পাঁচেক আগে মিলনের দাদা রিতমের সঙ্গে বিয়ে হয় বেনালি গ্রামের মেয়ে মৌসুমীর৷ কিন্তু, কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়৷ মৌসুমির পরিবারের সদস্যদের অভিযোগ, মৌসুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মিলন ৷ স্বামীর নামে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন মৌসুমী৷ শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন বাপের বাড়িতে৷ দশমীর ভোরে স্বামী রিতম বিশ্বাস ও তাঁর ভাই মিলন-সহ কয়েকজন বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়িতে যান৷ উদ্দেশ্য ছিল, স্ত্রীকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যাবেন নিজের বাড়িতে৷ অভিযোগ, এরপরই দু’পরিবারের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়৷ হাতাহাতি ও পরে গণপিটুনি শুরু হয়৷ গাছে বেঁধে দুই যুবককে রাতভর পেটানো হয়৷ গণপিটুনির পর ভোরে মিলনের মৃত্যু হয়৷ পরে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে৷

[খেয়ে যেতে বলায় মা-কে গুলি করে খুন যুবকের, চাঞ্চল্য দিনহাটায়]

পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বচসা বাঁধে স্বামীর৷ মারধর করা হয় রিতমকে৷ দাদাকে মারতে দেখে এগিয়ে যান ভাই মিলন৷ তাঁকেও মারধর করা হয়৷ পরে মিলনের মৃত্যু হয়৷ মৃতের পরিবারের তরফে, রিতমের শ্বশুরবাড়ির লোকজন-সহ ছ’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement