Advertisement
Advertisement

স্কুল সার্ভিসে শিক্ষক নিয়োগে রদবদল

নয়া বিধির খসড়াটি আইন বিভাগে পর্যালোচনার জন্য পাঠানো হচ্ছে৷ আইনি সিলমোহর মিলতেই জুন মাসের প্রথমদিকে বিধি চূড়ান্ত করা হবে৷

New Rules and Regulations of Teacher Appointment Via SSC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 9:21 am
  • Updated:May 24, 2016 9:21 am

স্টাফ রিপোর্টার: স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় রদবদল আনতে চলেছে রাজ্য সরকার৷ এক্ষেত্রে নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পৃথক নিয়ম লাগু করতে চলেছে স্কুলশিক্ষা দফতর৷ সোমবার বিষয়টি আলোচনা করতে বৈঠকে বসে দফতর৷ ছিলেন স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরাও৷ নয়া বিধির খসড়াটি আইন বিভাগে পর্যালোচনার জন্য পাঠানো হচ্ছে৷ আইনি সিলমোহর মিলতেই জুন মাসের প্রথমদিকে বিধি চূড়ান্ত করা হবে৷
দফতর সূত্রে খবর, নয়া নিয়মে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণরা পরীক্ষায় বসার জন্য আবেদন জানাতে পারবেন৷ সঙ্গে বিএড থাকা বাধ্যতামূলক৷ একাদশ-দ্বাদশে নিয়োগের পরীক্ষায় বসতে গেলে ৫০ শতাংশ নম্বর-সহ সাম্মানিক স্নাতক অথবা স্নাতকোত্তর এবং বিএড ডিগ্রি থাকতে হবে৷ উল্লেখ্য, নবম থেকে দ্বাদশ পর্যন্ত সম্ভাব্য শূন্যপদ ১৫ হাজার ৯৪৭টি৷ শারীর ও কর্মশিক্ষায় যথাক্রমে ১০১৯ ও ১২৩৭‌টি পদ ফাঁকা রয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement