Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য কলকাতা, তবে চিন্তা বাড়াচ্ছে নদিয়া

একধাক্কায় রাজ্যে অনেকটা কমল করোনায় মৃত্যু।

No death in Kolkata due to Coronavirus in last 24 hours | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 11, 2021 6:30 pm
  • Updated:August 11, 2021 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় রাজ্যে অনেকটা কমল করোনায় (Coronavirus) মৃত্যু। মৃত্যুশূন্য কলকাতাও (Kolkata)। কমেছে সংক্রমণও। সবমিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে গোটা রাজ্য। তবে গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, সংক্রমণের নিরিখে চিন্তায় রাখল উত্তর ২৪ পরগনা। বাড়ল দৈনিক সংক্রমণ। মৃত্যুর নিরিখে চিন্তা বাড়াচ্ছে নদিয়াও।

বুধবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৭০০ জন। একই সময় মৃত্যু হয়েছে ৬ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। রাজ্যে কমেছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও। মঙ্গলবার এই হার ছিল ১.৮৫৮ শতাংশ। আজ তা কমে দাঁড়াল ১.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৭ হাজার ১১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রোমে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত Mamata Banerjee, একই মঞ্চে থাকবেন জার্মান চ্যান্সেলরও]

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনা আক্রান্ত ৮৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (৭৮)।  তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং (৭১)। সবমিলিয়ে এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৭ হাজার ২৭৮ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪৬ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়াল ৯৮.১৫ শতাংশ। কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।

Advertisement

এদিকে এদিন রাজ্যে (West Bengal) ৬ জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক মৃত্যুর সাক্ষী থাকল নদিয়া (৩)। বাকিরা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কালিম্পংয়ের বাসিন্দা। যার জেরে এ রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৮ হাজার ২৫৮ জন।  বর্তমানে রাজ্যের মৃত্যুহার ১.১৯ শতাংশ। মৃত্যু কমলেও চিন্তায় রাখছে দৈনিক সংক্রমণ। 

[আরও পড়ুন: Khela Hobe Diwas: ‘জনস্বার্থে খেলা হবে দিবসের তারিখ বদলান’, মুখ্যমন্ত্রীর কাছে আরজি রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ