Advertisement
Advertisement
Agnimitra Paul

সরকারি কাজে বাধা! অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের FIR

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে তুমুল অশান্তিতে জড়িয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী।

Non bailable FIR against Agnimitra Paul

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 18, 2024 2:24 pm
  • Updated:April 18, 2024 2:24 pm

সম্যক খান, মেদিনীপুর: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের এফআইআর। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায়  প্রার্থী-সহ মোট ৩৫ জন বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। থানায় ঢুকে ডিউটি অফিসারের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। 

ঘটনার সূত্রপাত বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে তুমুল অশান্তিতে জড়ায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী। অভিযোগ, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। সেই অভিযোগ তুলে কোতয়ালি থানার ডিউটি অফিসারকেই ধমক দেন খোদ অগ্নিমিত্রা। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে থানার সামনেই পথ অবরোধ করে রাস্তার উপর বসে পড়েন। কোতয়ালি থানার গেটে তালাও ঝুলিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় এবার বিজেপি প্রার্থী-সহ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করল পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: সোমবার থেকেই অনির্দিষ্টকালের জন্য রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি, জারি বিজ্ঞপ্তি]

অগ্নিমিত্রা পলের দাবি, রামনবমী নিয়ে কোচবিহারের সভা থেকে মিথ্যা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর করতে মেদিনীপুরের কোতয়ালি থানায় যান বিজেপি প্রার্থী। অভিযোগ, ডিউটি অফিসার এফআইআর নিতে চাননি।

Advertisement

[আরও পড়ুন: উত্তরে প্রকৃতির দুই রূপ, হাঁসফাঁস গরমে পুড়ছে সমতল, তুষারের চাদরে ঢেকেছে সিকিম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ