Advertisement
Advertisement

Breaking News

রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ, চিকিৎসককে বেধড়ক মারধর পরিজনদের

সিসিটিভিতে ধরা পড়ল মারধরের দৃশ্য৷

North Dinajpur: Doctor's beaten by patient family
Published by: Sayani Sen
  • Posted:August 6, 2018 5:43 pm
  • Updated:August 6, 2018 5:46 pm

শংকর রায়, উত্তর দিনাজপুর: রোগীমৃত্যুতে আবারও কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ৷ এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের হেমতাবাদ গ্রামীণ হাসপাতাল৷ ওই হাসপাতালের চিকিৎসককেও বেধড়ক মারধর করা হয়৷ আক্রান্ত ওই চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক৷ এই ঘটনায় মৃতার আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

[অসমে অবরোধ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের, উত্তরবঙ্গে ব্যাহত ট্রেন পরিষেবা]

Advertisement
[পুরুলিয়ায় তৃণমূল বিধায়ককে ঘাড়ধাক্কা, বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের]

রবিবার রাতে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভরতি হন ওই এলাকারই বাসিন্দা তাবেদা খাতুন৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বিপুল কুমার ঘোষ৷ অ্যাম্বুল্যান্স জোগাড় করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই মহিলা৷ তাবেদা খাতুনের মৃত্যুতে তাঁর আত্মীয় পরিজনরা উত্তেজিত হয়ে পড়েন৷ মৃতদেহ নিয়ে আবারও হেমতাবাদ হাসপাতালে ফিরে আসেন তাঁরা৷ হাসপাতালে ঢুকে চিকিৎসক বিপুল কুমার ঘোষকে বেধড়ক মারধর করা হয়৷ চড়-কিল-ঘুসি বাদ যায়নি কিছুই৷ ওই হাসপাতালে থাকা টেবিল, চেয়ারও ভাঙচুর করেন তাঁরা৷ মৃতার আত্মীয়দের দৌরাত্ম্যে নষ্ট হয়ে যায় হাসপাতালে থাকা ওষুধপত্রও৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Advertisement
[গেরুয়ার বদলে শিবভক্তদের পরনে নীল-সাদা পোশাক, জোর বিতর্ক বর্ধমানে]

প্রহৃত চিকিৎসক বিপুল কুমার ঘোষের মাথা ফেটে গিয়েছে৷ রায়গঞ্জ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে৷ সেখানেই চিকিৎসা চলছে আক্রান্তের৷ জখম চিকিৎসকের সঙ্গে দেখা করেন সিএমওএইচ প্রকাশ মৃধা৷ তিনি বলেন, ‘‘মৃতার আত্মীয়দের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷’’ হেমতাবাদ গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন সিএমওএইচ৷ তিনি জানান, হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো না থাকায়, স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তাবেদা খাতুনকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় তাঁর প্রাণহানি ঘটেছে৷ হাসপাতালের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ৷ খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেও পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷

[চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি, ম্যাসাঞ্জোর ইস্যুতে বেফাঁস মন্তব্য ঝাড়খণ্ডের মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ