Advertisement
Advertisement

‘তৃণমূলের সঙ্গেই আছি’, বিজেপির প্রার্থী হচ্ছেন না জানিয়ে দিলেন মঞ্জু

মুখ পুড়ল বিজেপির।

Not going to BJP, clarifies TMC leader Manju Basu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 7, 2018 1:31 pm
  • Updated:January 7, 2018 1:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সঙ্গেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে। সাংবাদিক সম্মেলনে করে জানিয়ে দিলেন নোয়াপাড়ার তৃণমূল নেত্রী মঞ্জু বসু। আসন্ন উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন না বলে বিভ্রান্তি দূর করলেন এই পোড়খাওয়া নেত্রী। এদিনই নোয়াপাড়া কেন্দ্রে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁর নাম যে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে তা জানেনই না বলেন মঞ্জু। এদিন বিকেলেই তাঁর বাড়িতে তৃণমূলের জেলা নেতৃত্ব গিয়ে দেখা করে বলে সূত্রের খবর। তারপরই নাকি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি খোলসা করেন মঞ্জু। জানিয়ে দেন, বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, সঙ্গেই আছি। সেই সঙ্গে মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে মুখ পুড়ল বিজেপির। মঞ্জু বসুর অভিযোগ, তাঁর অনুমতি না নিয়েই তাঁর নাম নাকি ঘোষণা করেছে বিজেপি। তবে প্রশ্ন উঠছে, রাজ্য নেতৃত্বর সঙ্গে কি মঞ্জুর চূড়ান্ত কথাবার্তা হয়নি? তার আগেই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন এগিয়ে আসছে বলে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি?

এদিনই নোয়াপাড়া কেন্দ্রে মঞ্জুর নাম ঘোষণা করে চমক দিয়েছিল গেরুয়া শিবির। ওই কেন্দ্রে তৃণমূল সুনীল সিংকে প্রার্থী করায় জল্পনা ছিল, অভিমানী মঞ্জু বিজেপিতে যোগ দিতে পারেন। এই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে অনেকেই চেষ্টা করেন। শোনা যায়, মুকুল ঘনিষ্ঠ মঞ্জুকে প্রার্থী করে চমক দিতে পারে বিজেপি। সেইমতো মুকুল রায়ের সঙ্গে দফায় দফায় বৈঠকও হয় তাঁর। এদিন নাম ঘোষণার পরই নড়েচড়ে বসে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। তড়িঘড়ি তাঁর বাড়ি ছোটেন শীর্ষনেতারা। সেখানেই বৈঠকের পর বিজেপির প্রার্থী না হওয়ার কথা জানান মঞ্জু। কার্যত এই ঘটনায় মুখ পুড়ল রাজ্য বিজেপির। রাজ্য নেতৃত্ব কোন সমীকরণে ভর করে তবে মঞ্জুর নাম কেন্দ্রীয় নেতৃত্বর কাছে পাঠালো তা নিয়ে এবার বিস্তর কাটাছেঁড়া হবে বলে মত রাজনৈতিক মহলের। প্রশ্নের মুখে পড়তে পারেন মুকুল রায়-সহ দলের রাজ্য নেতারা।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ