Advertisement
Advertisement

ঝাঁ-চকচকে হচ্ছে সমুদ্রপাড়, মিলবে দিঘা থেকে শঙ্করপুর হাঁটার সুযোগ

দিঘা থেকে শঙ্করপুর পর্যন্ত ঝকঝকে পাড় বাঁধাইয়ের পরে পর্যটকেরা হাঁটতে হাঁটতে সহজেই দিঘা থেকে শঙ্করপুর পৌঁছে যেতে পারবেন৷

Now tourists can walk from Digha to Shankarpur

ছবি - রঞ্জন মহাপাত্র

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2016 11:47 am
  • Updated:June 19, 2016 11:47 am

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: পুরানো দিঘা থেকে শঙ্করপুর পর্যন্ত সমুদ্রপাড় বাধাই সহ সৌন্দর্যায়নের জন্যে ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার৷ সেচ দফতরের মাধ্যমে ওই টাকায় উদয়পুর থেকে পুরানো দিঘা পর্যন্ত যেভাবে সমুদ্র পাড় বাঁধাই করে পাথর বসিয়ে ঝাঁ-চকচকে সমুদ্রপাড় বানানো হয়েছে, ঠিক একইভাবে শঙ্করপুর পর্যন্ত দেড় কিলোমিটার সমুদ্রপাড় বাঁধাই করে বাহারি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷

দিঘা থেকে শঙ্করপুর পর্যন্ত ঝকঝকে পাড় বাঁধাইয়ের পরে পর্যটকেরা হাঁটতে হাঁটতে সহজেই  দিঘা থেকে শঙ্করপুর পৌঁছে যেতে পারবেন৷ ফলে আর চোদ্দো মাইল হয়ে ঘুরপথে দিঘা থেকে শঙ্করপুর যেতে হবে না পর্যটকদের৷ উদয়পুর থেকে পুরানো দিঘা পর্যন্ত যেভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে, একই ভাবে শঙ্করপুর পর্যন্ত সৌন্দর্যায়ন করার জন্যে সেচ দফতর একটি পরিকল্পনা (ডিপিআর) তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দিয়েছিল৷

Advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিকল্পনার আর্থিক বরাদ্দ হয়েছে৷ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দিঘায় এসে দিঘাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের রূপ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ এই পদক্ষেপগুলি তারই অঙ্গ বিশেষ৷

দিঘার প্রবেশদ্বার থেকে শুরু করে পর্যটকদের জন্যে ওয়াচ টাওয়ার, বিশ্ব বাংলা উদ্যান, নিকাশি ব্যবস্থার উন্নয়ন থেকে উদয়পুর থেকে পুরানো দিঘা পর্যন্ত পাড় বরাবর মার্বেলপাথর বসানোর কাজ শেষ৷ এবারে শুধু পথ চলার অপেক্ষা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement