Advertisement
Advertisement

Breaking News

Awas Yojana

আবাস নিয়ে মমতার ধমকের পরই শুরু ‘অ্যাকশন’, বালুরঘাট পুরসভাজুড়ে পরিদর্শনে আধিকারিকরা

পুরসভার পক্ষ থেকে পৌনে ২ কোটি টাকার ফান্ড রিলিজ করা হয়েছে।

Officials of Balurghat Municipality inspected the work of Awas Yojana

পরিদর্শনে আধিকারিকরা।

Published by: Subhankar Patra
  • Posted:December 10, 2024 5:24 pm
  • Updated:December 10, 2024 5:24 pm  

রাজা দাস, বালুরঘাট: আবাস যোজনার কাজ ঠিক মতো চলছে কি না, উপভোক্তারা কাজ শুরু করছেন কি না তা খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়ি ঘুরে দেখলেন বালুরঘাট পুরসভার পুরধ্যক্ষ অশোক মিত্র ও কর্মকর্তারা। মঙ্গলবার পুরসভার ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডে যান তাঁরা। কিছু উপভোক্তাদের জলদি কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন পুরসভার আধিকারিকরা।

সম্প্রতি গ্রামীণ আবাস যোজনার সমীক্ষা করেছে রাজ্য। যার পুরো টাকা দেবে রাজ্য সরকার। তবে কিছু জায়গায় তালিকা সামনে আসতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি দিয়েছেন আবাস নিয়ে কোনও অভিযোগ বরদাস্ত করবেন না তিনি। এই আবহে শহুরে এলাকায় চলা আবাস প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পথে নামল বালুরঘাট পুরসভা। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই বার শহরে ১২৫ জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন। পুরসভার পক্ষ থেকে পৌনে ২ কোটি টাকার ফান্ড রিলিজ করা হয়েছে। টাকা পাওয়ার পর উপভোক্তা বাড়ি বানানোর কাজ শুরু করেছেন কি না, করলে তার অগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখেন পুরসভা কর্তৃপক্ষ।

একটি বাড়িতে গিয়ে আধিকারিকরা দেখেন, মার্চ মাসে টাকা পাওয়ার পরও এক উপভোক্তা কাজ শুরু করেননি। তিনি সাফাই দিয়েছেন, ছেলে অসুস্থ থাকায় কাজ শুরু করতে পারেননি। অশোকবাবু দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন। উপভোক্তাদের কিছু সমস্যা হচ্ছে কি না তাও জানতে চান।

এই প্রসঙ্গে অশোক মিত্র বলেন, “সব জায়গায় ঠিক মতো কাজ চলছে কি না তা ঘুরে দেখলাম আমরা। সবাই কাজ শুরু করেছেন। কয়েকজন উপভোক্তা তা করেননি। সেই সংখ্যাটা হাতে গোনা। তাঁদের আগামী সাত দিনের সময় দেওয়া হয়েছে। কাজ শুরু না হলে টাকা ফেরত চাওয়া হবে, না দিলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement